পশ্চিম মেদিনীপুরের বেলদায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত্যু চার জনের
পশ্চিম মেদিনীপুরের বেলদায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত্যু চার জনের
পশ্চিম মেদিনীপুরের বেলদায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত্যু চার জনেরশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। শনিবার সকালে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে, বেলদা থানা এলাকার রানিসরাই এলাকায় একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। মৃত চার জনই আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িটি বেলদার দিক থেকে দাঁতনের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক লেন থেকে অন্য লেনে যাওয়ার সময় গাড়িটির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চার জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্করপিও গাড়িটি দ্রুত গতিতে ওড়িশার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় দাঁতনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার ফলে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনের অংশ। গাড়ির সামনের ভাঙা অংশে চাপা পড়ে মৃত্যু হয় চার জনের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকেরা। ইলেকট্রিক কাটারের সাহায্যে দরজা কেটে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে চার ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মৃতেরা হলেন কার্তিকচন্দ্র লাহিড়ী (৬০), অতনু গুহ (৪২), হিমাদ্রিশেখর পাত্র (৪৪) এবং বিশ্বজিৎ মণ্ডল (৪৮)। চার জনই আসানসোলের একটি আবাসনের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অতনুর ঠিকাদার সংস্থা রয়েছে। অতনু ব্যবসায়ী। বিশ্বজিৎ আসানসোলের বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন আর হিমাদ্রি প্রাথমিক স্কুলের শিক্ষক। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়েছে।
- Tags:
Related to this topic:

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ! বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী

ওড়িশা, দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মামলা একসঙ্গে বুধবার শুনবে হাই কোর্ট

পশ্চিম মেদিনীপুরের বেলদায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত্যু চার জনের

Leave a Comment