নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ
নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ
প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে ভারতের পড়শি দেশের শাসনভার সেনার দখলে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা না ঘটলেও চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের বাঁকে জেলার সংশোধনাগারের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্য দিকে, আনুষ্ঠানিক ভাবে নেপালের দায়িত্ব নিল সে দেশের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে।
ছাত্র-যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে। কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে। হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। বিক্ষোভকারীদের বিক্ষোভের আগুনের আঁচে পুড়তে থাকে নেপালের পার্লামেন্ট ভবন, ওলি এবং তাঁর মন্ত্রীদের বাসভবন। সে দেশের সুপ্রিম কোর্টেও আগুন লাগিয়ে দেওয়ার খবর মেলে।
বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে নেপালের জেলগুলিতে বিদ্রোহের আগুন ছড়ায়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসে। জেল ভেঙে পালানোর চেষ্টা করেন শয়ে শয়ে বন্দি। প্রতিরোধ করতে গেলে আক্রান্ত হন নিরাপত্তারক্ষীরা। পাল্টা গুলিও চালান তাঁরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বাঁকের সংশোধনাগারে বন্দিরা পালানোর চেষ্টা করতেই গুলি চালায় পুলিশ। তাদের গুলিতে সাত জন আহত হন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্য হয়।
বাঁকে, পোখরান জেলে হামলা চালান আন্দোলনকারীরা। খবর, এখনও পর্যন্ত ১৬০০ জন বন্দি বিভিন্ন জেল থেকে পালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের বিভিন্ন দিকে সেনা মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতেই আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিগডেল। বিক্ষোভকারীদের দাবিদাওয়া কী, তা জানাই উদ্দেশ্য ছিল ওই বৈঠকের। সূত্রের খবর, বুধবার নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদলের বৈঠকে বসার কথা। সেই বৈঠকে মধ্যস্থতার করবে নেপালের সেনাবাহিনী। আশা করা হচ্ছে, ওই বৈঠক থেকে রফাসূত্র বার হতে পারে।
প্রধানমন্ত্রী ওলির ইস্তফার পর বর্তমানে নেপালের দায়িত্বে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়ে নেপালের সেনাবাহিনী। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনও। বিক্ষোভকারীদের উদ্দেশে অশোকরাজের আহ্বান, ‘‘প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থেকে আলোচনায় বসুন। কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমাদের।’’
নেপালের সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব, বাসিন্দাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। তবে সেনার দাবি, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের অস্থির পরিস্থিতির সুযোগকে কাজে লাগাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
- Tags:
- nepal-army-takes-charge-amid-crisis-situation
Related to this topic:

বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন উদ্বোধন মোদীর! বেলা দেড়টায় রওনা দিলেন বিহারের উদ্দেশে

মধ্যরাতে মিনি সচিবালয়ে নিজের কক্ষে মুখ্যমন্ত্রী, নেপাল পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক মমতার

নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ

দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান! ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, কাদাস্রোতে ভেসে গেল বাড়ি, মহকুমাশাসকের বাসভবনও

আবার গুজরাত, ঝগড়ার মাঝেই ছুরি দিয়ে সহপাঠীকে কোপাল অষ্টম শ্রেণির পড়ুয়া!

ফটোথেরাপির বেড থেকে পড়ে মৃত্যু সদ্যোজাতের! শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য অসমের বৃহত্তম হাসপাতালে

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, পুত্র হেমন্ত লিখলেন, ‘আমি শূন্য হয়ে গেলাম’

মোবাইলে আপত্তিকর ছবি-ভিডিয়ো! ভয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৯ কোটি খোয়ালেন চিকিৎসক

‘লশকরের সমর্থন ছাড়া এই হামলা সম্ভব নয়’! পহেলগাঁও প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ টিআরএফ-এরও

গুজরাতে গ্রেফতার আল কায়দার মহিলা জঙ্গি! ৩০ বছরের যুবতী সামা পারভিনের বাড়ি বেঙ্গালুরুতে

২৪ ঘণ্টার মধ্যে গুলি করব! খুনের হুমকি বিহারের উপমুখ্যমন্ত্রীকে, মোবাইল নম্বর ধরে তদন্তে পুলিশ

সিঁদুর অভিযান নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন লোকসভায়, সোমবার কারা বলবেন? কী কী প্রশ্ন তুলতে পারে বিরোধীরা

স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

পরস্পরের দেশে যেতে আর ভিসা লাগবে না বাংলাদেশ আর পাকিস্তানের কূটনীতিকদের, বন্ধুত্ব জোরদার হল দুই দেশের

হিমাচলের ধর্মশালায় হোটেলের ঘরে জোর করে ঢুকে দিল্লির পর্যটককে ধর্ষণ! কাংড়া থেকে ধৃত অভিযুক্ত

আবার ওড়িশা! বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ জগৎসিংহপুরে, অবস্থা আশঙ্কাজনক

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ফরিদাবাদ থেকে গ্রেফতার সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার

ওড়িশার পরে উত্তরপ্রদেশ! নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী, আঙুল দুই শিক্ষকের দিকে

আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে

১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে মিলবে বিহারে! ভোটের আগে নয়া ঘোষণা নীতীশ কুমারের, কবে থেকে মিলবে পরিষেবা?

Leave a Comment