F হ‍্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

হ‍্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের



হ‍্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের

এ বার আর শুধু মৌখিক প্রতিবাদে থেমে থাকল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ করার প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে তারা। সরকারি ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু না জানালেও ‘হিন্দুস্তান টাইমস’ এই দাবি করেছে।

‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, “পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোদ দায়ের করেছেন। পাকিস্তান বোর্ডের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভাল ভাবে নিচ্ছে না পাক বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।”

পাকিস্তান সরকারি অভিযোগ জানালেও তাতে কোনও সুবিধা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এর আগে পাক বোর্ডই জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদি তা-ই হয় তা হলে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে রিপোর্টে খারাপ কিছু লিখবেন না ম্য়াচ রেফারি। ম্যাচের কোনও ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ। সেই রিপোর্ট ভারতের পক্ষে যেতে পারে।

খেলা শুরুর আগে টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানকে হারিয়ে সোজা সাজঘরের দিকে হাঁটতে থাকেন সূর্যকুমার ও শিবম দুবে। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। এমনকি, আম্পায়ারদের সঙ্গেও হাত না মিলিয়েই সাজঘরে ফিরে যান ভারতের দুই ক্রিকেটার।

ক্রিকেটে খেলা শেষে সাধারণত দু’দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলান। ম্যাচের আম্পায়ারদের সঙ্গেও হাত মেলান তাঁরা। দুই দলের কোচ, সাপোর্ট স্টাফেরাও মাঠে নেমে একে অপরের সঙ্গে হাত মেলান। এটাই খেলোয়াড়ি মানসিকতা। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে সেই ছবি উধাও ছিল। খেলা শেষে সাজঘরে ফিরে দরজা বন্ধ করে দেয় ভারত। মাঠে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতের সাজঘরের কাছেও যান। কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তিনি।

ভারতের এই মানসিকতার সমালোচনা করেছে পাকিস্তান। প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। এ বার ভারতের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করল তারা।

India vs PakistanAsia Cup 2025

Related to this topic:

Comments

Leave a Comment