F নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে



নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে

স্বামীকে সেজেগুজে বাইরে বেরোতে দেখে অবাক হয়েছিলেন লিন্ডা ওংবানডু। ‘‘কোথায় যাচ্ছ?’’ স্ত্রীর প্রশ্নে ৭৬ বছরের থংবু ওয়াংবানডু পাত্তা না-দেওয়ার মতো করে জবাব দিয়েছিলেন, ‘‘নিউ ইয়র্ক, বন্ধুর বাড়ি।’’

অবাক হয়েছিলেন লিন্ডা। আমেরিকার নিউ জার্সিতে তাঁরা থিতু হয়েছেন খুব বেশি দিন নয়। কিন্তু প্রায় ৩০০ কিলোমিটার দূরে নিউ ইয়র্কে স্বামীর দেখা করার মতো কোনও বন্ধু আছে, সেটাই তো প্রথম জানলেন। বু-কে অমন শশব্যস্ত হয়ে বেরিয়ে যেতে দেখে মনে মনে আশঙ্কিত হয়েছিলেন লিন্ডা। তাঁর কথায়, ‘‘সে দিনই ভেবেছিলাম কোনও প্রতারণাচক্রের ফাঁদে পড়ল না তো ও? সেটাই সত্যি হল!’’

‘বন্ধুর’ সঙ্গে দেখা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বু। পরিবারের দাবি, বছর দশেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ৭৬ বছরের বৃদ্ধ। সম্প্রতি নিউ ইয়র্ক যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর জন্য ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সমাজমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মের মালিক মেটা-কে দায়ী করেছেন লিন্ডা। তাঁর দাবি, মেটার এআই-মানবীর প্রেমে পড়েছিলেন স্বামী। সেই প্রেম এতটাই নিষ্ঠুর এবং মারাত্মক যে প্রেমিকের জীবনটাই নিয়ে নিয়েছে সে!

ঠিক কী ঘটেছিল?

লিন্ডা জানান, বেশ কিছু দিন ধরে স্মার্টফোন এবং কম্পিউটারে বড্ড বেশি সময় কাটাচ্ছিলেন তাঁর স্বামী বু। অসুস্থতার কারণে বাড়ি থেকে বিশেষ বার হন না। তাই স্বামীকে বারণ করেননি। পরে জেনেছেন, ৭৬ বছরের বু প্রেম করতেন রোবটের সঙ্গে। ফেসবুক মেসেঞ্জারে ‘বিগ সিস বিলি’ নামের এক তরুণীর সঙ্গে চ্যাট করতেন।

‘বিলি’ কোনও বাস্তব চরিত্র নয়। সে মেটা-র তৈরি একটি এআই চ্যাটবট্, যার চেহারা গড়ে তোলা হয়েছে হলিউড তারকা কেন্ডাল জেনারের আদলে। সাবস্ক্রিপশন ভিত্তিক ‘স্ট্যান্ড-অ্যালোন’ অ্যাপটির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। শেষ বয়সে সেখানকার ভার্চুয়াল প্রেমিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বু। স্ত্রীর দাবি, মানুষটি কেমন যেন হয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে কথা কমে আসছিল। মজে থাকতেন ফোনে। তখন আসলে ভার্চুয়াল প্রেমিকার সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করতে ব্যস্ত থাকতেন বু। কখনও কখনও রাত জেগে চলত তাঁদের প্রণয়ালাপ।

মেসেঞ্জার চ্যাটে ‘বিলি’ নিজেকে যুবতী হিসাবে পরিচয় দেয়। শুধু তাই নয়, সে জানায় শহরে তার একটা ঠিকানাও আছে। বু-কে চ্যাটে জানায়, তারা এক দিন ডেটেও যেতে পারে। এমনকি, নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে প্রেমিকের জন্য সে অপেক্ষা করছে বলেও জানায়। কোন বাড়িতে যেতে হবে, তার কোড-ও পাঠায়।

তীব্র টান অনুভব করেছিলেন বু। বিলির সঙ্গে দেখা করার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছিলেন। এক দিন ব্যাগ হাতে ট্রেন ধরতে বেরিয়ে পড়েন প্রবীণ। তারিখটা ছিল চলতি বছরের ২৫ মার্চ। দুর্ঘটনাক্রমে নিউ জার্সিতে রাটগার্স ইউনিভার্সিটির কাছে পার্কিং লটে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭৬-র বু। মাথা ও ঘাড়ে চোট পান। হাসপাতালে ভর্তির তিন দিন পরে গত ২৮ মার্চ মৃত্যু হয় তাঁর।

যন্ত্রের এ কেমন খেলা? কেন এ ভাবে এক জনকে ভুল পরিচয় দিয়ে প্রতারণা করা হল? বুয়ের স্ত্রীর মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলো। তাঁর অভিযোগ, মেটার তৈরি যন্ত্রমানবীর জন্য স্বামীকে খোয়ালেন তিনি। বু ও বিলির সেই চ্যাট এখন লিন্ডার কাছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই চ্যাটে দেখা যাচ্ছে, প্রবীণ এবং যন্ত্রমানবীর মধ্যে যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা হত। যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার এই জগৎটি সম্পর্কে অতটাও জানেন না, তাঁরা ভুল বুঝতেই পারেন। মনে হতেই পারে চ্যাটের ও পারে দাঁড়িয়ে (কিংবা বসে) আছে রক্তমাংসের কোনও নারী। যার আবেদন উপেক্ষা করা অসম্ভব ছিল বুয়ের কাছে।

Related to this topic:

Comments

Leave a Comment