ভারতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক কামিন্সের, অস্ট্রেলিয়া সিরিজ় জিতলেও থামছে না বিতর্ক, কী নিয়ে ঝামেলা?
ভারতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক কামিন্সের, অস্ট্রেলিয়া সিরিজ় জিতলেও থামছে না বিতর্ক, কী নিয়ে ঝামেলা?
ওয়েস্ট ইন্ডিজ়কে ৩-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া। তবে বিতর্ক থামছে না আম্পায়ারিং নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ভারতীয় আম্পায়ার নীতীন মেননের তর্কাতর্কি নিয়ে এখনও বিতর্ক চলছে।
ওয়েস্ট ইন্ডিজ়কে ৩-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া। তবে বিতর্ক থামছে না আম্পায়ারিং নিয়ে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ভারতীয় আম্পায়ার নীতীন মেননের তর্কাতর্কি নিয়ে এখনও বিতর্ক চলছে। অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্যারিবীয় ক্রিকেটার ইয়ান বিশপ
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসের ১৪তম ওভারে ঘটনাটি ঘটে। মিচেল স্টার্কের বল মিড অনে ঠেলে রান নিতে ছোটেন জন ক্যাম্পবেল। কামিন্স বলটি কুড়িয়ে সরাসরি থ্রো করেন নন-স্ট্রাইকারের প্রান্তে। ক্যাম্পবেল পৌঁছনোর সঙ্গে সঙ্গে বল উইকেট ভেঙে দেয়। তবে কামিন্স বা অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার আবেদন করেননি। স্লিপে থাকা ফিল্ডারেরাও চুপ ছিলেন।
সমস্যা তৈরি হয় মাঠের বড় পর্দায় ঘটনার রিপ্লে দেখানোর পর। দেখা যায়, কামিন্সের থ্রোয়ে বেল পড়ার সময় ক্যাম্পবেলের ব্যাট হাওয়ায় ছিল। অর্থাৎ তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করা হলে তিনি রান আউট দিতেন। তবে অস্ট্রেলিয়া আবেদন না করায় তৃতীয় আম্পায়ারকে বিষয়টি দেখার অনুরোধ করেননি মেনন।
কামিন্স এর পর মেননের দিকে এগিয়ে গিয়ে বলেন, “কেন আপনি পরীক্ষা করলেন না? এখন কি পরীক্ষা করতে পারেন?” মেনন জানান, অস্ট্রেলিয়া আবেদন করেনি বলেই তিনি তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠাননি। এমন সময় অসি ক্রিকেটার মার্নাস লাবুশেন জানান, তিনি আবেদন করেছিলেন। মেনন জানান, এখন আর কিছু করার নেই।
গত বছর এই দুই দেশের মধ্যে হওয়া একটি টি-টোয়েন্টি ম্যাচেও একই কাণ্ড ঘটেছিল। মিচেল মার্শের ছোড়া বলে আলজারি জোসেফকে রান আউট করে দিয়েছিলেন স্পেন্সার জনসন। তবে অস্ট্রেলিয়ার কেউ আবেদন না করায় মাঠের আম্পায়ারও আউট দেননি। সে বারও রিপ্লেতে আউট দেখানোর পর আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।
- Tags:
- #cricket,
Related to this topic:

হ্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের

ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের ক্রিকেটার, সাসপেন্ড করে দিল পাক বোর্ড

১৫৩ বলে ২১৫! দ্বিতীয় বৈভবের আবির্ভাব, ছোটদের ক্রিকেটে প্রথম দ্বিশতরান দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

সম্ভবত পায়ের পাতার হাড় ভেঙেছে পন্থের, হতে পারে অস্ত্রোপচার, এই টেস্টে মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই

শতরান করে একাধিক নজির হরমনপ্রীতের! ম্যাচের সেরার পুরস্কার কেন সতীর্থের সঙ্গে ভাগ করলেন ভারত অধিনায়ক?

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল, পুরো পয়েন্ট চাইছেন আফ্রিদিরা! বাড়ছে বিতর্ক, উত্তেজনা

ইংল্যান্ডে বিতর্ক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে! কাউন্টিতে না-খেলার সিদ্ধান্ত রুতুরাজের, বিরক্ত দল

ভারতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক কামিন্সের, অস্ট্রেলিয়া সিরিজ় জিতলেও থামছে না বিতর্ক, কী নিয়ে ঝামেলা?

সোমবার কতক্ষণের মধ্যে ভারতের বাকি ৬ উইকেট ফেলে দেবে, শুভমনদের জানিয়ে দিল ইংল্যান্ড!

আবার ক্রিকেটের নিয়মভঙ্গ শুভমনের! উপস্থিত বুদ্ধিতে শাস্তি এড়ালেন ভারত অধিনায়ক

Leave a Comment