আবার ক্রিকেটের নিয়মভঙ্গ শুভমনের! উপস্থিত বুদ্ধিতে শাস্তি এড়ালেন ভারত অধিনায়ক
আবার ক্রিকেটের নিয়মভঙ্গ শুভমনের! উপস্থিত বুদ্ধিতে শাস্তি এড়ালেন ভারত অধিনায়ক
ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে আবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম ভাঙলেন শুভমন গিল। প্রথম দিন খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দেখা যায়, সাদা জার্সির নীচে লাল রঙের গেঞ্জি পরেছেন শুভমন। যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ।
আইসিসির নিয়মের ১৯.৪৪ ধারা অনুযায়ী টেস্ট ম্যাচ খেলতে হয় সাদা জার্সি পরে। জার্সির নীচে গেঞ্জি বা অন্য কিছু পরলে (বাইরে থেকে দেখা গেলে) তার রংও সাদা হতে হবে। অন্য কোনও রঙের পোশাক ব্যবহার করা যায় না। লর্ডসে তাঁকে ভিতরে লাল গেঞ্জি পরে মাঠে নামার জন্য শাস্তির মুখে পড়তে হতে পারত। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এ বারও বেঁচে গেলেন ভারতীয় দলের অধিনায়ক।
লর্ডস টেস্টে টসের সময়ও শুভমনের জার্সির নীচের লাল রঙের গেঞ্জিটি দেখা যাচ্ছিল। পরে জাতীয় সঙ্গীতের সময় সতীর্থদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুভমন খেয়াল করেন, আবার আইসিসির নিয়ম ভেঙে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তিনি জার্সির বোতাম গলা পর্যন্ত আটকে নেন। ঢাকা পড়ে যায় তাঁর লাল রঙের গেঞ্জি। ফলে শাস্তি এড়াতে পেরেছেন তিনি।
উল্লেখ্য, সিরিজ়ের প্রথম টেস্টেও এমন ঘটনা ঘটিয়েছিলেন শুভমন। সে বার কালো রঙের মোজা পরে মাঠে নেমে পড়েছিলেন। প্রথম বার হওয়ায় শাস্তি এড়াতে পেরেছিলেন। এ বার তাঁকে শাস্তি পেতে হত। কারণ এ বার আর নিয়ম জানেন না বলার সুযোগ ছিল না। কিন্তু লাইনে দাঁড়ানোর পরই ভিতরের লাল গেঞ্জি ঢেকে ফেলায় শাস্তি পেতে হবে না শুভমনকে।
- Tags:
- #cricket,#india,#england
Related to this topic:

হ্যান্ডশেক বিতর্কে আগুনে ঘি! ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান বোর্ডের

ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের ক্রিকেটার, সাসপেন্ড করে দিল পাক বোর্ড

১৫৩ বলে ২১৫! দ্বিতীয় বৈভবের আবির্ভাব, ছোটদের ক্রিকেটে প্রথম দ্বিশতরান দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

সম্ভবত পায়ের পাতার হাড় ভেঙেছে পন্থের, হতে পারে অস্ত্রোপচার, এই টেস্টে মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই

শতরান করে একাধিক নজির হরমনপ্রীতের! ম্যাচের সেরার পুরস্কার কেন সতীর্থের সঙ্গে ভাগ করলেন ভারত অধিনায়ক?

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল, পুরো পয়েন্ট চাইছেন আফ্রিদিরা! বাড়ছে বিতর্ক, উত্তেজনা

ইংল্যান্ডে বিতর্ক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে! কাউন্টিতে না-খেলার সিদ্ধান্ত রুতুরাজের, বিরক্ত দল

ভারতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক কামিন্সের, অস্ট্রেলিয়া সিরিজ় জিতলেও থামছে না বিতর্ক, কী নিয়ে ঝামেলা?

সোমবার কতক্ষণের মধ্যে ভারতের বাকি ৬ উইকেট ফেলে দেবে, শুভমনদের জানিয়ে দিল ইংল্যান্ড!

আবার ক্রিকেটের নিয়মভঙ্গ শুভমনের! উপস্থিত বুদ্ধিতে শাস্তি এড়ালেন ভারত অধিনায়ক

Leave a Comment