‘পাকিস্তান’-এর অলিগলিতে রণবীর! জখম হয়েও বন্ধ করেননি শুটিং, কী করে অসম্ভব সম্ভব হল?
‘পাকিস্তান’-এর অলিগলিতে রণবীর! জখম হয়েও বন্ধ করেননি শুটিং, কী করে অসম্ভব সম্ভব হল?
রণবীর সিংহের জন্মদিনে মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম টিজ়ার। কয়েক ঘণ্টার মধ্যে অভিনেতার কয়েক লক্ষ অনুরাগী প্রথম ঝলক দেখেছেন। প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ। এর পরেই শুটিংয়ের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ। তিনি জানিয়েছেন, শুটিং করতে করতে গুরুতর জখম হয়েছেন রণবীর। তার পরেও শুটিং বন্ধ করেননি! পাশাপাশি এ-ও জানিয়েছেন, ছবিতে পাকিস্তানের পরিচিত অলিগলি দেখা যাবে।
সম্প্রতি পহেলগাঁও-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ। এ দেশে নিষিদ্ধ পড়শি অভিনেতারা। তাঁদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভারতে।
তার পরেও কী করে পাকিস্তানের কিছু অংশ দেখা যাবে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে?
এখানেই তাঁর কেরামতি দেখিয়েছেন শিল্প নির্দেশক সাইনি। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে। পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিয়ো সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এ সব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্বন্ধে ওয়াকিবহাল হন। এ দিকে বর্ষাকালে মুম্বই জলমগ্ন। ভারী বর্ষণে শুটিং আটকে যায় যখন তখন। ফলে, এখানে সেট তৈরি করে শুটিং করলে যে কোনও সময় তা নষ্ট হয়ে যেতে পারে
তখনই তিনি সিদ্ধান্ত নেন, তাইল্যান্ডে গিয়ে সেট তৈরি করবেন। পরিচালককে জানাতেই তিনি রাজি।
বিদেশে ৬ একর জমির উপরে এর পর ‘পাকিস্তান’ গড়ে তোলেন সাইনি। যা ক্যামেরায় একটুও নকল বলে মনে হয়নি কারও! ১৫ জন সহকর্মীকে নিয়ে রোজ ১২ ঘণ্টা খেটে এই সেট তৈরি করেছিলেন তিনি।
সেই সেটে শুটিং করতে গিয়েই আহত হয়েছিলেন রণবীর। তবে নায়ককে প্রতি মুহূর্তে সাহায্য করেছিলেন ছবির পরিচালক। তিনি পাশে থাকায় নায়কও নিজেকে শুটিংয়ের সময় উজাড় করে দেন। ছবির শুটিং হয়েছে ৬০ দিন ধরে।
- Tags:
- #bollywood,#entertainmaint,
Related to this topic:

আইনি জটে শাহরুখ-দীপিকা, প্রতারণার অভিযোগে এফআইআর! কেন?

৯৭ কোটির ফ্ল্যাটে থাকবেন প্রেমিকা সাবা, মাসে কত টাকা ভাড়া নেবেন ‘বাড়িওয়ালা’ হৃতিক?

সলমনের ভাইপোর সঙ্গে পার্টিতে মাতলেন সুহানা! শাহরুখ-কন্যার জীবনে কি অগস্ত্য এখন অতীত?

রণজয় ভট্টাচার্যের বিরহের সাক্ষী অরিজিৎ! কোন ‘গোপন প্রিয়া’ সুরকারের অনুপ্রেরণার নেপথ্যে?

‘বুড়ি’ বলে ব্যঙ্গ! শুনে ভেঙে পড়েন মালাইকা, মনখারাপে মাকে কী ভাবে সামলান আরহান?

রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে ম্রুণাল! এ বার মুখ খুললেন অভিনেত্রী

‘নেপো কিড’ কোথাকার, গৌরী জীবনে আসতে নিজের ছেলে জুনেইদ চক্ষুশূল হলেন আমিরের!

আমির বাদ, মধুচন্দ্রিমায় খুন, হাড় হিম করা মেঘালয়-কাণ্ড নিয়ে ছবি তৈরির আসল উদ্দেশ্য কী?

বছরের পর বছর ধরে লাগাতার মহিলাকে হেনস্থা! বিজয় সেতুপতির চরিত্র নিয়ে উঠল প্রশ্ন?

উড়ন্ত চুমু ছুড়ে প্রেমে সিলমোহর? শেষে ভরা সভায় প্রেমিককে মান্যতা দিলেন তারা সুতারিয়া!

প্রথম বার বাংলা ছবিতে শরমন যোশী, বিপরীতে দেখা যাবে কোন টলি সুন্দরীকে?

বিয়ে না করে সন্তানধারণ করা যে এত বড় ব্যাপার বোঝেননি! মা হওয়া নিয়ে কী জানালেন কল্কি?

ভাঙছে কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম! ‘সইয়ারা’র জনপ্রিয়তায় স্রোতে কি ভেসে গেল ‘আশিকী ৩’?

অসুস্থ রাকেশ রোশন! হাসপাতালে চিকিৎসা চলছে পরিচালকের, ঠিক কী হয়েছে হৃতিকের বাবার?

জখম শাহরুখ, কিং-এর সেটে দুর্ঘটনা, বন্ধ করে দেওয়া হল শুটিং! কেমন আছেন বাদশাহ?

সেটে ‘মজা করে’ নায়িকাকে অশালীন স্পর্শ, একাধিক পরকীয়া! রাজেশ খন্নার বিরুদ্ধে ওঠে শারীরিক হেনস্থার অভিযোগও

রণবীর সিংহের ছবির সেটে উড়ছে পাকিস্তানের পতাকা, নতুন বিতর্কের মুখে অভিনেতা

প্রিয়ঙ্কাকে ছাড়া নিস্তরঙ্গ নিকের জীবন! সমুদ্রতটে অন্তরঙ্গ হতে গিয়ে কী কাণ্ড ঘটালেন দম্পতি?

গাড়িতে বসে র্যাপার, হঠাৎ ধেয়ে এল গুলি! প্রাণে কি বাঁচতে পারলেন গায়ক ফাজ়িলপুরিয়া?

‘পাকিস্তান’-এর অলিগলিতে রণবীর! জখম হয়েও বন্ধ করেননি শুটিং, কী করে অসম্ভব সম্ভব হল?

Leave a Comment