F আমির বাদ, মধুচন্দ্রিমায় খুন, হাড় হিম করা মেঘালয়-কাণ্ড নিয়ে ছবি তৈরির আসল উদ্দেশ্য কী?
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

আমির বাদ, মধুচন্দ্রিমায় খুন, হাড় হিম করা মেঘালয়-কাণ্ড নিয়ে ছবি তৈরির আসল উদ্দেশ্য কী?



আমির বাদ, মধুচন্দ্রিমায় খুন, হাড় হিম করা মেঘালয়-কাণ্ড নিয়ে ছবি তৈরির আসল উদ্দেশ্য কী?

গত কয়েক মাস ধরেই এই ঘটনার উপর বিশদে খোঁজখবর রাখছিলেন আমির। যদিও এই গোটা ঘটনা উপর ছবি নির্মাণের জল্পনায় জল ঢেলছেন অভিনেতা। তাহলে মেঘালয়- কাণ্ড নিয়ে ছবিটি করছে কে?

গত কয়েক বছর ধরে সে ভাবে সাফল্যের মুখ দেখেননি আমির খান। ‘ঠগস অফ হিন্দোস্তান’, ‘লাল সিংহ চড্ডা’ একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তার পরে দীর্ঘ বিরতিতে ছিলেন আমির খান। অবশেষে তাঁর ছবি ‘সিতারে জ‌মিন পর’ মোটের উপর সাফল্য পেয়েছে। বেশ কয়েক বছর পর প্রশংসা পাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এর মাঝেই জল্পনা, সত্য ঘটনা অবলম্বনে ছবি করবেন আমির খান। তাও আবার সদ্য ঘটে যাওয়া মেঘালয়-কাণ্ড, অর্থা‌ৎ রাজা রঘুবংশী খুনের ঘটনা। গত কয়েক মাস ধরেই এই ঘটনার উপর বিশদে খোঁজখবর রাখছেন আমির। যদিও এই গোটা ঘটনা উপর ছবি নির্মাণের জল্পনায় জল ঢেলছেন অভিনেতা। কিন্তু ,ছবি হচ্ছে। আমির নয়, ছবিটি তৈরি করছেন পরিচালক এস পি নিম্বাওয়াট। এই ছবিতে ঠিক কী দেখানো হবে?

এই ছবিটি তৈরি জন্য ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজা রঘুবংশীর পরিবার। রাজার ভাই সচিন জানিয়েছেন, তাঁরা চাইছেন তাঁদের দাদার গল্পটা দর্শকের সামনে আসুক। যাতে কোনটা ঠিক, কোনটা ভুল, তার একটা স্বচ্ছ ধারণা থাকে সকলের সামনে। এদিকে ছবির পরিচালক বলেন, ‘‘ এই ছবির মাধ্যমে দর্শকের মধ্যে এই বার্তাই দিতে চাই, যাতে এই ধরনের প্রতারণা বন্ধ করা যায়।’’

গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম। ১০ দিন পরে, ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে রাজার দেহ উদ্ধার করা হয়। এরও অনেক পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে। মেঘালয় পুলিশ জানিয়েছিল, সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। শিলং জেলে এই মুহূর্তে বন্দি সোনম।

Related to this topic:

Comments

Leave a Comment