F বাংলা ছড়া থেকে উর্দু শায়েরি! সংসদে তিন ভাষায় বক্তৃতা সায়নীর, বললেন, ‘মোদীকে তাঁর জোকার বানিয়ে দিয়েছেন ট্রাম্প’
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

বাংলা ছড়া থেকে উর্দু শায়েরি! সংসদে তিন ভাষায় বক্তৃতা সায়নীর, বললেন, ‘মোদীকে তাঁর জোকার বানিয়ে দিয়েছেন ট্রাম্প’



বাংলা ছড়া থেকে উর্দু শায়েরি! সংসদে তিন ভাষায় বক্তৃতা সায়নীর, বললেন, ‘মোদীকে তাঁর জোকার বানিয়ে দিয়েছেন ট্রাম্প’

কখনও গলা তুললেন, কখনও নামালেন। পোড় খাওয়া বক্তারা যেমন সুরে বাঁধেন বক্তৃতা! তেমন। কখনও বাংলায় ছড়া কাটলেন, কখনও উর্দু শায়েরি বললেন। বাংলা, হিন্দি, ইংরেজি— তিনটি ভাষার মিশেলে ২০ মিনিটের বক্তৃতা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী ‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভার আলোচনায় নজর কাড়লেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল দু’জনকে দায়িত্ব দেয়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী। কল্যাণ সোমবার বলেছিলেন। পাক অধিকৃত কাশ্মীরকে ‘পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর’ বলে বিতর্কেও জড়িয়েছিলেন। মঙ্গলবার বললেন সায়নী। প্রথম বারের সাংসদ সায়নীকে বলতে দেওয়া ঠিক হচ্ছে কি না, এ নিয়ে তৃণমূলের মধ্যেই আলোচনা ছিল। কিন্তু হাতের মুদ্রা ব্যবহার, কণ্ঠের চড়াই-উতরাই, মুখের অভিব্যক্তি, শব্দচয়ন— সব কিছুতেই সুবক্তার ছাপ রাখলেন অভিনেত্রী থেকে নেত্রী হওয়া সায়নী।

মঙ্গলবার নিজের বক্তৃতার শুরুতেই সায়নী অধ্যক্ষের চেয়ারে থাকা দিলীপ শইকীয়ার উদ্দেশে জানান, তিনি তিনটি ভাষায় বলবেন। বাংলা, হিন্দি এবং ইংরেজি। তিনটি ভাষাতেই সাবলীল যাতায়াত ছিল সায়নীর বক্তৃতায়। কখনও থমকে যাননি। হাতে ছিল একগুচ্ছ কাগজ। কখনও কাগজ দেখে তথ্য বললেন, কখনও বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন কাগজ থেকে চোখ তুলে, অধ্যক্ষের চেয়ার কিংবা সংসদকক্ষের দিকে তাকিয়ে। এক বারের জন্যও আড়ষ্ট দেখায়নি প্রথম বারের সাংসদকে।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে বার বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কথা তুলে ধরেন সায়নী। পরিসংখ্যান তুলে সায়নী বলেন, ‘‘১০ মে থেকে আজ (২৯ জুলাই) পর্যন্ত ২৮ বার মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে তাঁর ভূমিকার কথা বলেছেন। তার পরেও ভারত সরকার প্রায় ‘নীরব’ ছিল। চুপ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।’’ সায়নীর উপহাস, ‘‘মোদীকে তাঁর জোকারে পরিণত করেছেন ট্রাম্প।’’ বক্তৃতার শেষে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান সায়নী।

সায়নী তাঁর বক্তৃতায় মনে করিয়ে দিয়েছেন, পহেলগাঁও জঙ্গি হামলার পরে সব দলের মতো তাঁর দল তৃণমূল, সেই তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরকারের পাশে থাকার কথা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই বিজেপি-কে বিঁধে বলেন, ‘‘মমতাদি যখন স্পর্শকাতর বিষয়ে দেশের সরকারের পাশে দাঁড়াচ্ছেন, তখন বিজেপির মন্ত্রী বলছেন অপারেশন সিঁদুরের পরে অপারেশন পশ্চিমবঙ্গ হবে।’’ এর পরেই সায়নীর চ্যালেঞ্জ, ‘‘ক্ষমতা থাকলে কালকে ভোট করুন। দেখা যাবে!’’ বাংলায় ছ়ড়া কেটে যাদবপুরের সাংসদ বলেন, ‘‘এক দিকে আপনাদের সরকার, এজেন্সি আর কোটি কোটি ক্ষমতা, অন্য দিকে হাওয়াইচটি আর বাংলার মেয়ে মমতা। দেখি কে জেতে!’’

যাদবপুরের সাংসদের পরনে ছিল সাদা সুতির শাড়ি। আঁচলের উপরের দিকের পাড়ে ছিল কালো সুতোর কাজ। আর নীচের অংশে ছিল লাল সুতোর কাজ। কপালে গাঢ় লাল রঙের মাঝারি মাপের টিপ। রাজ্যে বিজেপি নেতারা অহরহ অভিযোগ তুলছেন, বাংলায় অনুপ্রবেশ ঘটিয়েছেন মমতা। পাল্টা স‌ংসদের বক্তৃতায় সায়নী প্রশ্ন তুললেন, ‘‘পহেলগাঁওয়ে জঙ্গিরা ঢুকল কী ভাবে? সেখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না কি?’’

পহেলগাঁওয়ে ২৬ জন নিহতের মধ্যে ছিলেন বাংলার তিন বাসিন্দাও। তাঁদের মধ্যে বিতান অধিকারী সায়নীর কেন্দ্র যাদবপুরে থাকতেন। বিতানের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন সায়নী। সেই প্রসঙ্গ বলতে গিয়ে গলা কিছুটা ধরে আসে সায়নীর। তার পরেই আবার পাকিস্তানের সন্ত্রাস, মোদী সরকারের ভূমিকা এবং বিজেপি-কে ক্রমাগত আক্রমণ করেন তৃণমূল সাংসদ। সায়নী মনে করেন, প্রধানমন্ত্রী শুরুটা ভাল করলেও শেষটা ভাল করতে পারেননি। তৃণমূল সাংসদের প্রশ্ন, ‘‘প্রধানমন্ত্রী কি পারলেন শেষ পর্যন্ত দেশবাসীর ভরসা অক্ষুণ্ণ রাখতে?’’

Related to this topic:

Comments

Leave a Comment