ভোট হয়নি এখনও, বালি পুরসভায় মুখ্য প্রশাসকের দায়িত্বে এলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়
ভোট হয়নি এখনও, বালি পুরসভায় মুখ্য প্রশাসকের দায়িত্বে এলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়
হাওড়া পুরনিগমের মতোই বালিতে পুর নির্বাচন হয়নি দীর্ঘ দিন। বালিতে শেষ নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। মেয়াদ শেষের পর থেকে কোনও ভোট না হওয়ার জন্য পুরসভার কাজ চলছিল প্রশাসক বসিয়েই। অভিযোগ উঠেছিল, উপযুক্ত পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়।
শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নতুন বোর্ড গঠন না হওয়া বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মুখ্য প্রশাসক হিসাবে বিধায়কই পুরসভার দায়িত্ব সামলাবেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার বিধায়ক আসবেন পুরসভায়।
বেহাল নিকাশি,খারাপ রাস্তা ও আবর্জনা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল পুরসভার বিরুদ্ধে। কিছু জায়গায় পরিষেবা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিলেন স্থানীয়েরা। এই পরিস্থিতিতে নতুন দায়িত্ব দেওয়া হল বালির বিধায়ককে। সামনেই বিধানসভা নির্বাচন। বালি পুর এলাকায় সঠিক পরিষেবা দিয়ে মানুষের মন জয় করাই কার্যত চ্যালেঞ্জ হবে বিধায়কের, এমনটাই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। এই বিষয়ে অবশ্য এখনই কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক।
- Tags:
- howrah-hooghly/mla-rana-chatterjee-takes-charge-as-chief-administrator-of-bali-municipality
Related to this topic:

অশান্ত নেপালে ভারতীয়ের মৃত্যু! বিক্ষোভকারীরা হোটেলে আগুন ধরানোয় চারতলা থেকে ঝাঁপ দম্পতির, মৃত্যু মহিলার

ভোট হয়নি এখনও, বালি পুরসভায় মুখ্য প্রশাসকের দায়িত্বে এলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়

নীলবাড়ির লড়াইয়ে উত্তরের জমিতে চাই আরও ঘাসফুল, জেলা ধরে ধরে গরমে-নরমে লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক

গোয়ায় মাদক কারবারে বারুইপুরের ব্যবসায়ীর যোগ! ইডির অভিযান দক্ষিণ ২৪ পরগনার বাড়িতে

Leave a Comment