শববাহী
শববাহী গাড়িতে মদ খেয়ে শব আসন চালক আর খালাসির! ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ "জয় বাংলা"
অন ডিউটি অবস্থায় মদ খেয়ে এমন কান্ড করায় দুজনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের শববাহী গাড়ি গতকাল রাতে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে।
সময় হয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি।
সামাজিক মাধ্যমে সেই শববাহী গাড়ির ছবি ভাইরাল হয়।সেখানে দেখা যায়,গাড়ির চালক তার সিটে উপুর হয়ে পরে আছেন।গাড়ির চাবি পুরসভার আই কার্ড গাড়ির সিটে পরে।
আর তার হেল্পার যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন।দুজনেই বেহুশ।ডাকলেও কোনো সাড়া নেই।
এই ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধীরা।
বাম বিজেপি এক যোগে পুরসভার এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।চারিদিকে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তারপরও হুশ নেই।যে অ্যাম্বুলেন্স চালায় শববাহী গাড়ি চালায় তাড়াই যদি এভাবে নেশা করে বেহুশ হয়ে পরে থাকে তাহলে কি হবে?
বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন,এখন তো রাজ্য সরকার মদেই চলছে।আর উত্তরপাড়ার বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছে।এই তো চলছে।
মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ বলেন,আমরা বিষয়টা জানতে পেরেছি।আমাদের কাছে খুবই বেদনাদায়ক।কখনোই আশা করিনি।কালকে একজন মারা গিয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল এ গিয়েছিল দেহ আনতে।তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল।গাড়িটাকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পড়ে এ ধরনের কান্ড ঘটিয়েছে।আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি দুজনকেই বসিয়ে দেওয়া হয়েছে।ওরা আজ থেকেই কাজে যোগ দিচ্ছে না।অনেকটা রাত হয়ে গিয়েছিল তখনো গাড়িটা ঢুকছে না তখনই জানতে পারলাম।অন ডিউটি অবস্থায় মদ্যপান করেছে।
- Tags:
- #westbengal, #tmc,
Related to this topic:

অশান্ত নেপালে ভারতীয়ের মৃত্যু! বিক্ষোভকারীরা হোটেলে আগুন ধরানোয় চারতলা থেকে ঝাঁপ দম্পতির, মৃত্যু মহিলার

ভোট হয়নি এখনও, বালি পুরসভায় মুখ্য প্রশাসকের দায়িত্বে এলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়

নীলবাড়ির লড়াইয়ে উত্তরের জমিতে চাই আরও ঘাসফুল, জেলা ধরে ধরে গরমে-নরমে লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক

গোয়ায় মাদক কারবারে বারুইপুরের ব্যবসায়ীর যোগ! ইডির অভিযান দক্ষিণ ২৪ পরগনার বাড়িতে

Leave a Comment