আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে
বাংলাদেশের গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। এখনও সেখানকার পরিস্থিতি থমথমে। নতুন করে সেখানে কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি
বাংলাদেশের গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। এখনও সেখানকার পরিস্থিতি থমথমে। নতুন করে সেখানে কোনও সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, সেখানে যে কোনও গন্ডগোল হতে পারে, আগে থেকেই এমন খবর ছিল। তার পরেও কেন সেই পরিস্থিতি এড়ানো গেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে বাংলাদেশে।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র প্রতিবেদনে, বাংলাদেশের পুলিশ বাহিনী, প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকদের কয়েক জনকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের সদ্যপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে কর্মসূচি করতে এলে তাদের বাধা দেওয়া হবে স্থির করেছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এনসিপি নেতাদের মারধর এবং আটকে রাখারও পরিকল্পনা করে হয়েছিল। তার পরেও দু’পক্ষের সংঘর্ষ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বৃহস্পতিবারই ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীও এক প্রশ্নের জবাবে বলেন, “আমাদের কাছে তথ্য আছে, কিছু দুষ্কৃতকারী বাইরে থেকেও এসেছিল। তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্য আছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি।”
‘প্রথম আলো’-র প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী এবং পুলিশকর্মীরা জানিয়েছেন, গ্রাম থেকে লোক নিয়ে এসে শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল। প্রচার চালানো হয়েছিল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে হামলা চালানো হবে। গোপালগঞ্জ জেলার নাম বদলে দেওয়া হবে বলেও গুজব ছড়িয়ে পড়ে। তার পরে আরও উত্তেজিত হয়ে ওঠেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে ‘প্রথম আলো’ জানিয়েছে, গোপালগঞ্জে যে ঝামেলা হতে পারে, তা বুঝতে গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না। কারণ মুজিবের জেলা গোপালগঞ্জে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। হাসিনা সরকারের পতনের পর দলের নেতা-কর্মীরা যখন দেশের নানা প্রান্ত থেকে পালাচ্ছেন, সেই সময়েও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছিলেন তাঁদের কয়েক জন। তাই পুলিশের একাংশও মনে করছেন, গোপালগঞ্জ নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল।
এনসিপি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার আয়োজন করেছিল। তাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। দিনভর দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। হামলা, ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। গুলিও চলে বেশ কয়েক রাউন্ড। গোপালগঞ্জের ঘটনায় ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে তাদেরও অনেকে আহত হয়েছেন। এনসিপি-র অভিযোগ, হাসিনার আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যেরা এই অশান্তি করেছেন। তাঁদের পদযাত্রায় হামলা চালানো হয়েছে। একটি অডিয়ো-বার্তায় হাসিনা পাল্টা বলেন, ‘‘গোপালগঞ্জে এনসিপি গন্ডগোল করেছে। ১৫ জনের গুলি লেগেছে। সাত জন নিহত। কেউ কেউ বলছে, মৃত্যুর সংখ্যা আরও বেশি।” প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সব মানুষের কাছে আহ্বান জানান তিনি।
- Tags:
- #international affairs
Related to this topic:

ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হল আমেরিকায়! ছিন্ন মুণ্ডে লাথিও মারলেন অভিযুক্ত, পরে গ্রেফতার

নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে

মুখে মাস্ক পরে দোকানে হানা, ছ’লক্ষের লাবুবু পুতুল নিয়ে পালাল চোরের দল!

বিস্ফোরণে উড়ে গেল পাকিস্তানি পুলিশের গাড়ি! নিহত দুই, আবার আফগান সীমান্তে তালিবান হানা

ফের বিমান-বিপর্যয়! এ বার ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান

ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি! তটস্থ জাপান, উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ

আকাশ থেকে খাবার ছুড়ছে ইজ়রায়েল, গাজ়ায় সেই বস্তার আঘাতেই জখম অনেকে! কী কী ত্রাণবর্ষণ? খিদে মিটল কি

লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, জার্মানির রিডলিংগেনে বেলাইন দু’টি কামরা, অনেকের মৃত্যুর আশঙ্কা

ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর

ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে

আবার মাঝ-আকাশে বিপত্তি! যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগল অস্ট্রেলিয়ার বিমানে, কী ভাবে রক্ষা?

খাবারের জন্য ১১ মিনিটের দৌড়, গাজ়ার ত্রাণকেন্দ্র যেন ‘মৃত্যুফাঁদ’! গত ৭২ ঘণ্টায় অনাহারে মৃত্যু ২১ শিশুর

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, মৃত্যু এক জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

‘সিঁদুর’-এর ক্ষয়ক্ষতি এখনও মেরামত করা যায়নি! বিমানঘাঁটি আরও বেশ কিছু দিন বন্ধ রাখছে পাকিস্তান

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে

যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানান ট্রাম্প! মার্কিন দৈনিকের দাবিতে শোরগোল আমেরিকায়

ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের শপিং মলে! ভিতরেই দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ৬০ জনের, নিখোঁজ অনেকে

বেজিংয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ! খুনের চেষ্টার অভিযোগ থেকে কি রেহাই পেলেন অপু?

ট্রাম্পের নিশানায় এ বার কাস্ত্রোর কিউবা! প্রেসিডেন্ট মিগুয়েল-সহ রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Leave a Comment