ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে
ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে
নিষিদ্ধ রুশ সংবাদমাধ্যম ‘দ্য ইনসাইডার’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধাস্ত্র ও তার নকশা তৈরিতে কখনও সরাসরি, কখনও পরোক্ষ ভাবে দেশের শিশু-কিশোরদের জড়াচ্ছে রাশিয়া। এই ভয়ঙ্কর খেলা শুরু হয় আপাত দৃষ্টিতে ‘নিরীহ’ ভিডিয়ো গেম দিয়ে!
ভিডিয়ো গেম তৈরির দেশব্যাপী প্রতিযোগিতা আয়োজনের আড়ালে আদতে শিশু-কিশোরদের দিয়ে ইউক্রেন-যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! সম্প্রতি তদন্তমূলক সাংবাদিকতায় উঠে এসেছে এমনই নানা ভয় ধরানো তথ্য। কখনও ভিডিয়ো গেমের নকশাকে কাজে লাগানো হচ্ছে সামরিক প্রযুক্তিতে, কখনও প্রতিযোগিতার বিভিন্ন ধাপ থেকে বাছাই করে দেশের প্রতিভাবান সদ্যতরুণদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন যুদ্ধাস্ত্র প্রস্তুতকারী সংস্থায়, কখনও আবার অস্ত্রকারখানায় সরাসরি কাজ করানো হচ্ছে শিশুদের।
নিষিদ্ধ রুশ সংবাদমাধ্যম ‘দ্য ইনসাইডার’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধাস্ত্র ও তার নকশা তৈরিতে কখনও সরাসরি, কখনও পরোক্ষ ভাবে দেশের শিশু-কিশোরদের জড়াচ্ছে রাশিয়া। এই ভয়ঙ্কর খেলা শুরু হয় আপাত দৃষ্টিতে ‘নিরীহ’ ভিডিয়ো গেম দিয়ে! গেমের বিভিন্ন ধাপে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নানা প্রতিকূলতা পেরোতে পারলে তবেই চূড়ান্ত পর্বে পৌঁছোনো যায়। তার পর সবচেয়ে প্রতিভাবান কিশোরদের বেছে নেয় প্রতিরক্ষা সংস্থাগুলি। এমনই এক কিশোররে কথায়, ‘‘বাচ্চারা বিভিন্ন সামরিক ড্রোনের নকশা তৈরিতে সক্রিয় ভাবে জড়িত। আমি নিজেই এমন বেশ কয়েক জনকে চিনি, যারা বিভিন্ন বড় বড় সামরিক উদ্যোগের জন্য ইউএভি (মানবহীন আকাশযান)-এর নকশা তৈরির কাজ করেছে।’’
‘দ্য ইনসাইডার’-এর মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দেশে ড্রোন এবং যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু, ব্যাপারটা শুনতে সহজ মনে হলেও আদতে তা নয়। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে দুই দেশের যুদ্ধপরিস্থিতি। কারণ, কোনও দেশই থেমে নেই। রোজ অনবরত নিত্যনতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়ে চলেছে। ফলে পাল্লা দিয়ে উন্নত থেকে উন্নততর হচ্ছে সামরিক অস্ত্রশস্ত্রও। উভয় পক্ষই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে, যাতে ড্রোনগুলি আরও দীর্ঘ সময় ধরে উড়তে পারে এবং বৈদ্যুতিন জ্যামিং সিস্টেম এড়াতে পারে। ফলে এই কাজ খানিকটা সহজ করার জন্যই এই কৌশল নিয়েছে রাশিয়া। দেশের তরুণ প্রজন্মের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমান কয়েকজনকে বেছে নিতে চাইছে রুশ প্রতিরক্ষা সংস্থাগুলি।
গল্পের শুরু ২০২২ সালে চালু হওয়া ‘বেরলোগা’ নামে একটি ভিডিয়ো গেম দিয়ে, যেখানে একঝাঁক মৌমাছির থেকে নিজেদের রক্ষা করতে হত ‘বুদ্ধিমান ভালুক’দের। কখনও কখনও মৌমাছিদের তাড়াতে ড্রোনও ব্যবহার করতে হত। লক্ষ লক্ষ রুশ শিশু-কিশোর অংশগ্রহণ করত এই খেলায়। এই গেমটিতে সফল হতে পারলে স্কুলের গণ্ডি পেরনোর পরীক্ষায় অতিরিক্ত নম্বরও জু়টত। গেম শেষে সব থেকে সফল খেলোয়াড়েরা অংশগ্রহণ করতে পারত আরও উন্নত এক প্রতিযোগিতায়— যার নাম ‘বিগ চ্যালেঞ্জেস’। মূলত ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করা এই প্রতিযোগিতায় রুশ সংস্থাগুলি প্রতিভাবান স্কুলপড়ুয়াদের মধ্য থেকে বাছাই করে নিত সেরাদের।
প্রতিযোগিতার তিন কিশোর ফাইনালিস্টের সঙ্গে কথা বলেছে ‘দ্য ইনসাইডার’। তাদের কথায়, ‘‘আমরা জানতাম যে এই প্রজেক্টের প্রয়োগ সরাসরি সামরিক ক্ষেত্রে করা হয়। কিন্তু আমাদের এটা কাউকে বলতে নিষেধ করা হয়েছিল। শিশু-কিশোরদের কথা মাথায় রেখেই গোটা বিষয়টা এ ভাবে সাজানো হয়েছে। মাথায় রাখতে হবে, এখানে যে কোনও প্রজেক্টের দ্বৈত উদ্দেশ্য রয়েছে, বিশেষত আমরা যেহেতু স্কুলপড়ুয়া! আমরা দেখেছি, প্রতিটি প্রতিযোগিতাতেই যেন অলিখিত ভাবে এই গোপনীয়তার নিয়ম ছিল।’’
শুধু ড্রোনের নকশা তৈরিই নয়, সরাসরি ড্রোন তৈরিতে শিশুরা জড়িত। রুশ সেনাবাহিনীর টেলিভিশন স্টেশন দ্বারা সম্প্রচারিত একটি তথ্যচিত্রে সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রাইক ড্রোন প্রস্তুতকারক এক কারখানায় কিশোর-কিশোরীদের কামিকাজ়ে ড্রোন তৈরিতে সহায়তা করতে দেখা গিয়েছে। যুদ্ধকালীন সময়ে অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে এমন সামরিক স্থাপনায় শিশুদের নিয়োগ করা বেআইনি, এবং বহু আন্তর্জাতিক নিয়মেরও পরিপন্থী। ফলে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে বিশ্বে। যদিও রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম জ্ভেজদা জানিয়েছে, আলাবুগায় অবস্থিত ওই কারখানাটিতে ১৪ এবং ১৫ বছর বয়সি পড়ুয়াদের ড্রোন তৈরির বিষয়ে হাতেকলমে পড়াশোনা করার জন্য কারখানায় আমন্ত্রণ করা হয়েছিল।
- Tags:
- #international affairs
Related to this topic:

ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হল আমেরিকায়! ছিন্ন মুণ্ডে লাথিও মারলেন অভিযুক্ত, পরে গ্রেফতার

নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে

মুখে মাস্ক পরে দোকানে হানা, ছ’লক্ষের লাবুবু পুতুল নিয়ে পালাল চোরের দল!

বিস্ফোরণে উড়ে গেল পাকিস্তানি পুলিশের গাড়ি! নিহত দুই, আবার আফগান সীমান্তে তালিবান হানা

ফের বিমান-বিপর্যয়! এ বার ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান

ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি! তটস্থ জাপান, উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ

আকাশ থেকে খাবার ছুড়ছে ইজ়রায়েল, গাজ়ায় সেই বস্তার আঘাতেই জখম অনেকে! কী কী ত্রাণবর্ষণ? খিদে মিটল কি

লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, জার্মানির রিডলিংগেনে বেলাইন দু’টি কামরা, অনেকের মৃত্যুর আশঙ্কা

ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর

ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে

আবার মাঝ-আকাশে বিপত্তি! যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগল অস্ট্রেলিয়ার বিমানে, কী ভাবে রক্ষা?

খাবারের জন্য ১১ মিনিটের দৌড়, গাজ়ার ত্রাণকেন্দ্র যেন ‘মৃত্যুফাঁদ’! গত ৭২ ঘণ্টায় অনাহারে মৃত্যু ২১ শিশুর

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, মৃত্যু এক জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

‘সিঁদুর’-এর ক্ষয়ক্ষতি এখনও মেরামত করা যায়নি! বিমানঘাঁটি আরও বেশ কিছু দিন বন্ধ রাখছে পাকিস্তান

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে

যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানান ট্রাম্প! মার্কিন দৈনিকের দাবিতে শোরগোল আমেরিকায়

ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের শপিং মলে! ভিতরেই দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ৬০ জনের, নিখোঁজ অনেকে

বেজিংয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ! খুনের চেষ্টার অভিযোগ থেকে কি রেহাই পেলেন অপু?

ট্রাম্পের নিশানায় এ বার কাস্ত্রোর কিউবা! প্রেসিডেন্ট মিগুয়েল-সহ রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Leave a Comment