সিঁদুর অভিযানের পর প্রথম বার চিনে গিয়ে রোষের মুখে মুনির? পাকিস্তানে চিনাদের মৃত্যু নিয়ে প্রশ্ন বেজিংয়ের, কী উত্তর দিলেন
সিঁদুর অভিযানের পর প্রথম বার চিনে গিয়ে রোষের মুখে মুনির? পাকিস্তানে চিনাদের মৃত্যু নিয়ে প্রশ্ন বেজিংয়ের, কী উত্তর দিলেনগত কয়েক বছর ধরে পাকিস্তানে পর পর মৃত্যু হয়েছে চিনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনও না কোনও সন্ত্রাসবাদী হামলা। তা নিয়ে বেজিংয়ের প্রশ্নের মুখে পাক সেনাপ্রধান।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চিনে গিয়েছেন। দেখা করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর মুনির এই প্রথম চিনে গেলেন। সূত্রের খবর, সেখানে তাঁকে কড়া কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পাকিস্তানে চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াং। জানতে চেয়েছেন, চিনাদের সুরক্ষার জন্য কী কী বন্দোবস্ত করেছে পাকিস্তান সরকার। শুধু চিনের নাগরিক নয়, পাকিস্তানে অবস্থিত চিনা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাকিস্তানে পর পর মৃত্যু হয়েছে চিনের নাগরিকের। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনও না কোনও সন্ত্রাসবাদী হামলা। ২০২৪ সালের অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের ঠিক বাইরে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল। তাতে দু’জন চিনা নাগরিকের মৃত্যু হয়। আবার, ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় পাঁচ জন চিনা শ্রমিকের। পর পর ঘটনার দিকে বেজিং নজর রেখেছে। মুনির যাওয়ার পর সেই প্রসঙ্গই তোলা হয়েছিল।
চিনের বিদেশমন্ত্রী পাকিস্তানে চিনাদের নিরাপত্তার প্রসঙ্গ তুললে পাক সেনাপ্রধান তাঁকে আশ্বস্ত করেন। তিনি বেজিং এবং ইসলামাবাদের পারস্পরিক বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের বিষয়টিতে জোর দেন। জানান, কঠিন সময়েও এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে। চিনের বিদেশমন্ত্রীকে মুনির আশ্বাস দিয়েছেন, চিনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সকল পদক্ষেপ করবে পাক সেনা।
গত ২২ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যখন পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ করছে, সেই সময়েও চিনকে পাশে পেয়েছিল ইসলামাবাদ। তাদের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিকে সমর্থন করে বার্তা দিয়েছিল বেজিং। এর পর ২৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। তার পরেই দুই দেশ সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে, যা টানা চার দিন স্থায়ী হয়েছিল। এই সংঘাতের সময়ে চিনকে প্রথম থেকেই পাশে পেয়েছিল পাকিস্তান। ১০ মে ভারত-পাক সংঘর্ষবিরতি হয়। তার পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কূটনীতিকে আশ্রয় করে সক্রিয় ভাবে প্রতিরক্ষা জোরদার করার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন একটা সময়ে মুনিরের চিন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মুনিরের সফরকালে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চিনের বিদেশমন্ত্রী। বলেছেন, ‘‘চিন এবং পাকিস্তান সবসময়, যে কোনও পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেছে। নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পাকিস্তান সবসময় চিনের কূটনৈতিক অগ্রাধিকার।’’ চিনের সমর্থনের জন্য বেজিংয়ের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুনির।
- Tags:
- Field Marshal Asim Munir China Pakistan Wang Yi Operation Sindoor
Related to this topic:

ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হল আমেরিকায়! ছিন্ন মুণ্ডে লাথিও মারলেন অভিযুক্ত, পরে গ্রেফতার

নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে

মুখে মাস্ক পরে দোকানে হানা, ছ’লক্ষের লাবুবু পুতুল নিয়ে পালাল চোরের দল!

বিস্ফোরণে উড়ে গেল পাকিস্তানি পুলিশের গাড়ি! নিহত দুই, আবার আফগান সীমান্তে তালিবান হানা

ফের বিমান-বিপর্যয়! এ বার ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান

ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি! তটস্থ জাপান, উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ

আকাশ থেকে খাবার ছুড়ছে ইজ়রায়েল, গাজ়ায় সেই বস্তার আঘাতেই জখম অনেকে! কী কী ত্রাণবর্ষণ? খিদে মিটল কি

লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, জার্মানির রিডলিংগেনে বেলাইন দু’টি কামরা, অনেকের মৃত্যুর আশঙ্কা

ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর

ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে

আবার মাঝ-আকাশে বিপত্তি! যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগল অস্ট্রেলিয়ার বিমানে, কী ভাবে রক্ষা?

খাবারের জন্য ১১ মিনিটের দৌড়, গাজ়ার ত্রাণকেন্দ্র যেন ‘মৃত্যুফাঁদ’! গত ৭২ ঘণ্টায় অনাহারে মৃত্যু ২১ শিশুর

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, মৃত্যু এক জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

‘সিঁদুর’-এর ক্ষয়ক্ষতি এখনও মেরামত করা যায়নি! বিমানঘাঁটি আরও বেশ কিছু দিন বন্ধ রাখছে পাকিস্তান

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে

যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানান ট্রাম্প! মার্কিন দৈনিকের দাবিতে শোরগোল আমেরিকায়

ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের শপিং মলে! ভিতরেই দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ৬০ জনের, নিখোঁজ অনেকে

বেজিংয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ! খুনের চেষ্টার অভিযোগ থেকে কি রেহাই পেলেন অপু?

ট্রাম্পের নিশানায় এ বার কাস্ত্রোর কিউবা! প্রেসিডেন্ট মিগুয়েল-সহ রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Leave a Comment