F ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর



ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর

ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিয়ো রাভাগলিয়ার। তাঁর বয়স ৭৫ বছর। তিনি পেশায় আইনজীবী এবং পাইলট। সার্জিয়ো মিলানের বাসিন্দা।

ইটালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। আচমকই সেখানে মুখ থুবড়ে পড়ে ছোট একটি বিমান। রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং তাঁর সঙ্গিনী, তথা একমাত্র যাত্রীর মৃত্যু হয়েছে। সে সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময়ে দু’টি গাড়ির চালকও আহত হয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল।

উত্তর ইটালির ব্রেসিয়ায় ফ্রিওয়েতে ঘটেছে এই কাণ্ড। ফ্রিওয়েতে দুরন্ত গতিতে ছোটে গাড়ি। মঙ্গলবার সকালে প্রচণ্ড গতিতে উড়ে এসে সেখানে ভেঙে পড়ে ইটালির ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান। ভিডিয়োতে দেখা গিয়েছে রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিয়ো রাভাগলিয়ার। তাঁর বয়স ৭৫ বছর। তিনি পেশায় আইনজীবী এবং পাইলট। সার্জিয়ো মিলানের বাসিন্দা। বিমানে সওয়ার ছিলেন তাঁর সঙ্গিনী অ্যান মারিয়া ডি স্টিফানো। তাঁর বয়স ৬০।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই জাতীয় সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তা সম্ভব হয়নি। বিমানটি ভেঙে পড়ে রাস্তায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলির মধ্যে দু’টি গাড়ির চালক আহত হয়েছেন। বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসে অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটি লন্ডনের অদূরে গ্যাটউইক যাচ্ছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তাঁদের মধ্যে বিমানে সওয়ার ছিলেন ২৪১ জন।

Related to this topic:

Comments

Leave a Comment