১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল! গাজ়ায় মৃত আরও ৬৩, বাড়ছে ক্ষুধার্তের হাহাকার
১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল! গাজ়ায় মৃত আরও ৬৩, বাড়ছে ক্ষুধার্তের হাহাকার
রবিবার ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, বেশ কিছু জায়গায় দিনে ১০ ঘণ্টা তারা কোনও সামরিক অভিযান চালাবে না। কিন্তু অভিযোগ, তার পরেও বোমাবর্ষণ হয়েছে।
আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজ়ায় দিনে ১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজ়রায়েলি সেনা। বেশ কিছু এলাকাকে ‘নিরাপদ’ হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই এলাকাগুলিতে প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও হামলা হবে না। কিন্তু অভিযোগ, ইজ়রায়েলের গোলাবর্ষণ থামেনি। গাজ়ায় যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের হামলায় আরও অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আলজাজ়িরা। অনাহারে মৃতের সংখ্যাও বেশ খানিকটা বেড়েছে।
রবিবার ইজ়রায়েলের সেনাবাহিনী (আইডিএফ) জানায়, আল-মাওয়াসি, দের এল-বালাহ্, গাজ়া সিটি-সহ মধ্য ও উত্তর গাজ়ার বেশ কিছু এলাকায় দিনে ১০ ঘণ্টা সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে। ক্ষুধার্তদের কাছে ত্রাণ যাতে পৌঁছোতে পারে, তা নিশ্চিত করতে প্রতি দিন ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তাও খুলে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, ঘোষণার পরেও আইডিএফ হামলা থামায়নি। গাজ়া সিটিতে রবিবারই আকাশপথে হামলা চালানো হয়েছে। স্থানীয় প্যালেস্টিনীয়দের দাবি, একটি বেকারি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। তাতে অনেকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ।
গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহারে এবং অপুষ্টিতে নতুন করে আরও ছ’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দু’জন শিশু, এক জনের বয়স মাত্র পাঁচ মাস। ২০২৩ সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজ়ায় খেতে না-পেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৩ জন। অনেকে অপুষ্টিজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, চিকিৎসকেরাও খেতে পাচ্ছেন না। গাজ়ায় খাবারের অভাব মেনে নিয়েছেন আইডিএফ-এর আধিকারিকেরাও। তবে দুর্ভিক্ষের পরিস্থিতি মানতে রাজি নন তাঁরা।
প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গাজ়ায় ত্রাণসামগ্রী প্রবেশ রুখে দিয়েছিল ইজ়রায়েল। রাষ্ট্রপুঞ্জের পাঠানো ত্রাণও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই পরিস্থিতিতে অনাহারে লক্ষ লক্ষ শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। ইজ়রায়েলের পদক্ষেপের সমালোচনা চলছে বিশ্ব জুড়ে। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গাজ়ায় খাদ্যের অভাব তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে দুর্ভিক্ষের পরিস্থিতি। দিনের পর দিন না-খেয়ে কাটাতে বাধ্য হচ্ছেন মানুষ।
এই পরিস্থিতিতে রবিবার থেকে ইজ়রায়েলি সেনা গাজ়ায় আকাশপথে ত্রাণবর্ষণ শুরু করে। ত্রাণের সামগ্রী, খাবারের বস্তা আকাশ থেকে ছুড়ে ফেলা হচ্ছে গাজ়ায়। রবিবার সেই বস্তার আঘাতেও বেশ কয়েক জন জখম হয়েছিলেন। তবে অভিযোগ, যে পরিমাণ খাবার আকাশ থেকে ফেলা হচ্ছে, তা সিন্ধুতে বিন্দুর সমান। তাতে চাহিদা মিটছে না। খাদ্যের হাহাকারের মাঝে ইড়রায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল গাজ়ায়।
- Tags:
- gaza-starvation-situation-escalates-as-israel-continues-attack-after-ceasefire-promise
Related to this topic:

ভারতীয় প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হল আমেরিকায়! ছিন্ন মুণ্ডে লাথিও মারলেন অভিযুক্ত, পরে গ্রেফতার

নারী ভেবে এআই-মানবীর সঙ্গে প্রেম, দেখা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! স্ত্রী ও কন্যা দায়ী করলেন মেটা-কে

মুখে মাস্ক পরে দোকানে হানা, ছ’লক্ষের লাবুবু পুতুল নিয়ে পালাল চোরের দল!

বিস্ফোরণে উড়ে গেল পাকিস্তানি পুলিশের গাড়ি! নিহত দুই, আবার আফগান সীমান্তে তালিবান হানা

ফের বিমান-বিপর্যয়! এ বার ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান

ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি! তটস্থ জাপান, উপকূলবর্তী এলাকায় ব্যাহত যোগাযোগ

আকাশ থেকে খাবার ছুড়ছে ইজ়রায়েল, গাজ়ায় সেই বস্তার আঘাতেই জখম অনেকে! কী কী ত্রাণবর্ষণ? খিদে মিটল কি

লাইনচ্যুত যাত্রিবাহী ট্রেন, জার্মানির রিডলিংগেনে বেলাইন দু’টি কামরা, অনেকের মৃত্যুর আশঙ্কা

ইটালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান! দাউদাউ আগুন, মৃত্যু পাইলট এবং সঙ্গিনীর

ভিডিয়ো গেমের আড়ালে শিশুদের দিয়ে সামরিক ড্রোন তৈরি করাচ্ছে রাশিয়া! শিউরে ওঠার মতো তথ্য উঠে এল তদন্তে

আবার মাঝ-আকাশে বিপত্তি! যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগল অস্ট্রেলিয়ার বিমানে, কী ভাবে রক্ষা?

খাবারের জন্য ১১ মিনিটের দৌড়, গাজ়ার ত্রাণকেন্দ্র যেন ‘মৃত্যুফাঁদ’! গত ৭২ ঘণ্টায় অনাহারে মৃত্যু ২১ শিশুর

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, মৃত্যু এক জনের, আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন

‘সিঁদুর’-এর ক্ষয়ক্ষতি এখনও মেরামত করা যায়নি! বিমানঘাঁটি আরও বেশ কিছু দিন বন্ধ রাখছে পাকিস্তান

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ঝামেলার আগাম খবর থাকলেও নিরাপত্তায় ফাঁক কেন, প্রশ্ন উঠছে বাংলাদেশে

যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানান ট্রাম্প! মার্কিন দৈনিকের দাবিতে শোরগোল আমেরিকায়

ভয়াবহ অগ্নিকাণ্ড ইরাকের শপিং মলে! ভিতরেই দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ৬০ জনের, নিখোঁজ অনেকে

বেজিংয়ে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

জামিন পেতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ! খুনের চেষ্টার অভিযোগ থেকে কি রেহাই পেলেন অপু?

ট্রাম্পের নিশানায় এ বার কাস্ত্রোর কিউবা! প্রেসিডেন্ট মিগুয়েল-সহ রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

Leave a Comment