ভারী বৃষ্টিতে পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে পুণ্যার্থীর মৃত্যু! আহত তিন, সাময়িক ভাবে স্থগিত অমরনাথ যাত্রা
ভারী বৃষ্টিতে পাহাড় থেকে ছিটকে আসা পাথরের আঘাতে পুণ্যার্থীর মৃত্যু! আহত তিন, সাময়িক ভাবে স্থগিত অমরনাথ যাত্রা
বুধবার জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময় পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
অমরনাথ যাত্রায় যাওয়ার পথে পাথর ছিটকে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন। ভারী বৃষ্টি হচ্ছে সেখানে। তার সঙ্গে কোথাও কোথাও নামছে ধসও। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সাময়িক ভাবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
গত কয়েক দিন ধরেই কখনও মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, বুধবার জম্মুর গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জের ধস নামে। সেই সময় পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন পুণ্যার্থী। তাঁদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এমনই জল এবং কাদার স্রোতে পড়ে দুই পুণ্যার্থী ভেসে যাচ্ছিলেন বুধবার। তাঁদের উদ্ধার করেন অন্য পুণ্যার্থীরা। যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) সূত্রে খবর। যত ক্ষণ না ওই রাস্তা পরিষ্কার হচ্ছে, তত ক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মূলত অমরনাথ যাত্রার দু’টি পথ। একটি নুনওয়াল-পহেলগাঁও রুট। এই পথটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। আর একটি বালতাল রুট। এটি ১৪ কিলোমিটার দীর্ঘ। এই পথটি সংক্ষিপ্ত হলেও বেশ ঝুঁকিবহুল এবং খাড়াই। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। এ বছরে এখনও পর্যন্ত দু’লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।
- Tags:
- #amarnathyatra
Related to this topic:

বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন উদ্বোধন মোদীর! বেলা দেড়টায় রওনা দিলেন বিহারের উদ্দেশে

মধ্যরাতে মিনি সচিবালয়ে নিজের কক্ষে মুখ্যমন্ত্রী, নেপাল পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক মমতার

নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ

দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান! ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, কাদাস্রোতে ভেসে গেল বাড়ি, মহকুমাশাসকের বাসভবনও

আবার গুজরাত, ঝগড়ার মাঝেই ছুরি দিয়ে সহপাঠীকে কোপাল অষ্টম শ্রেণির পড়ুয়া!

ফটোথেরাপির বেড থেকে পড়ে মৃত্যু সদ্যোজাতের! শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য অসমের বৃহত্তম হাসপাতালে

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, পুত্র হেমন্ত লিখলেন, ‘আমি শূন্য হয়ে গেলাম’

মোবাইলে আপত্তিকর ছবি-ভিডিয়ো! ভয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৯ কোটি খোয়ালেন চিকিৎসক

‘লশকরের সমর্থন ছাড়া এই হামলা সম্ভব নয়’! পহেলগাঁও প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ টিআরএফ-এরও

গুজরাতে গ্রেফতার আল কায়দার মহিলা জঙ্গি! ৩০ বছরের যুবতী সামা পারভিনের বাড়ি বেঙ্গালুরুতে

২৪ ঘণ্টার মধ্যে গুলি করব! খুনের হুমকি বিহারের উপমুখ্যমন্ত্রীকে, মোবাইল নম্বর ধরে তদন্তে পুলিশ

সিঁদুর অভিযান নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন লোকসভায়, সোমবার কারা বলবেন? কী কী প্রশ্ন তুলতে পারে বিরোধীরা

স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

পরস্পরের দেশে যেতে আর ভিসা লাগবে না বাংলাদেশ আর পাকিস্তানের কূটনীতিকদের, বন্ধুত্ব জোরদার হল দুই দেশের

হিমাচলের ধর্মশালায় হোটেলের ঘরে জোর করে ঢুকে দিল্লির পর্যটককে ধর্ষণ! কাংড়া থেকে ধৃত অভিযুক্ত

আবার ওড়িশা! বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ জগৎসিংহপুরে, অবস্থা আশঙ্কাজনক

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ফরিদাবাদ থেকে গ্রেফতার সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার

ওড়িশার পরে উত্তরপ্রদেশ! নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী, আঙুল দুই শিক্ষকের দিকে

আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে

১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে মিলবে বিহারে! ভোটের আগে নয়া ঘোষণা নীতীশ কুমারের, কবে থেকে মিলবে পরিষেবা?

Leave a Comment