F পহেলগাঁও হামলার নিন্দা করে কড়া বিবৃতি জাপানের, পাক গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের ডাক, বার্তা কি ইসলামাবাদকেও
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

পহেলগাঁও হামলার নিন্দা করে কড়া বিবৃতি জাপানের, পাক গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের ডাক, বার্তা কি ইসলামাবাদকেও



পহেলগাঁও হামলার নিন্দা করে কড়া বিবৃতি জাপানের, পাক গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের ডাক, বার্তা কি ইসলামাবাদকেও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন জাপানে। তাঁর সফরকালেই জাপান এবং ভারতের তরফে একটি যৌথ বিবৃতিতে পহেলগাঁও হামলার নিন্দা করা হল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিল জাপানও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরকালেই পহেলগাঁও হামলা নিয়ে কড়া বিবৃতি দিল টোকিয়ো। ভারতের সঙ্গে মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে তারা। তাতে যেমন পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বিরোধিতা করা হয়েছে, অন্য দিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক পাকিস্তানি গোষ্ঠীও।

জাপান এবং ভারতের তরফে শুক্রবার রাতে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, তাতে সীমান্ত সন্ত্রাস-সহ সকল প্রকার হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা রয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দল গত ২৯ জুলাই যে রিপোর্ট প্রকাশ করেছিল, তাতে ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর নাম রয়েছে। বিবৃতিতে তার উল্লেখ করেছে ভারত ও জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে মোদী জানান, এই গোষ্ঠীই পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল। সে কথা শুনে ইশিবা উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত অপরাধী, সংগঠনকারী এবং যাঁরা এই কাজে অর্থ জুগিয়েছেন, তাঁদের সকলকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া, আল কায়েদা, আইসিস, লশকর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদ ও তাদের সহযোগী গোষ্ঠীর মতো রাষ্ট্রপুঞ্জের তালিকায় যে সমস্ত জঙ্গিগোষ্ঠীর নাম রয়েছে, তাদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে পদক্ষেপ করতে হবে। জঙ্গিদের নিরাপদ আশ্রয়গুলিকে ধ্বংস করে সন্ত্রাবাদকে নির্মূল করার ডাক দেওয়া হচ্ছে।’’

ভারত এবং জাপানের প্রধানমন্ত্রী এর পর আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনে শান্তি স্থাপন, কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সওয়াল করেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষত গাজ়ার কথা উল্লেখ করা হয়েছে যৌথ বিবৃতিতে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাতে পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়ে (অপারেশন সিঁদুর) ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এর পর টানা চার দিন ভারত ও পাকিস্তানের সেনা সংঘর্ষ চলে। ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। এই ঘটনার পর ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদবিরোধী অবস্থান প্রচার করতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। পাকিস্তান প্রথম থেকে এই হামলার সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, লশকর গোষ্ঠীর অস্তিত্বই নেই পাকিস্তানের মাটিতে। ভারত-জাপানের যৌথ বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। তবে লশকর, জইশের মতো গোষ্ঠীর নাম রয়েছে।

দু’দিনের সফরে জাপানে গিয়েছেন মোদী। শনিবার সেখান থেকে চিনের উদ্দেশে তাঁর রওনা দেওয়ার কথা। তার আগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদী বুলেট ট্রেনে চড়েছেন। প্রশিক্ষণরত ভারতীয় ট্রেনচালকদের সঙ্গে কথাও বলেছেন।

Related to this topic:

Comments

Leave a Comment