স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে
স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে
শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে।
স্কুল চলছিল। আচমকাই স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে অনেক পড়ুয়া। কয়েক জনকে মৃত অবস্থাতেও উদ্ধার করা হয়েছে বলে খবর। রাজস্থানের ঝালওয়াড়ের ঘটনা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল।
প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা।
ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জন শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও ১৭ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনাস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সকলের চোখেমুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এ দিক-ও দিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা আধিকারিকেরা।
সূত্রের খবর, ভেঙে পড়া স্কুলটি অবস্থা বহু দিন ধরে জরাজীর্ণ। বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি অভিভাবকদের একাংশের। উল্লেখ্য, প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত রাজস্থানের এই স্কুলে
- Tags:
- #school collapsed in rajasthan
Related to this topic:

বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন উদ্বোধন মোদীর! বেলা দেড়টায় রওনা দিলেন বিহারের উদ্দেশে

মধ্যরাতে মিনি সচিবালয়ে নিজের কক্ষে মুখ্যমন্ত্রী, নেপাল পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক মমতার

নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ

দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান! ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, কাদাস্রোতে ভেসে গেল বাড়ি, মহকুমাশাসকের বাসভবনও

আবার গুজরাত, ঝগড়ার মাঝেই ছুরি দিয়ে সহপাঠীকে কোপাল অষ্টম শ্রেণির পড়ুয়া!

ফটোথেরাপির বেড থেকে পড়ে মৃত্যু সদ্যোজাতের! শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য অসমের বৃহত্তম হাসপাতালে

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, পুত্র হেমন্ত লিখলেন, ‘আমি শূন্য হয়ে গেলাম’

মোবাইলে আপত্তিকর ছবি-ভিডিয়ো! ভয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৯ কোটি খোয়ালেন চিকিৎসক

‘লশকরের সমর্থন ছাড়া এই হামলা সম্ভব নয়’! পহেলগাঁও প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ টিআরএফ-এরও

গুজরাতে গ্রেফতার আল কায়দার মহিলা জঙ্গি! ৩০ বছরের যুবতী সামা পারভিনের বাড়ি বেঙ্গালুরুতে

২৪ ঘণ্টার মধ্যে গুলি করব! খুনের হুমকি বিহারের উপমুখ্যমন্ত্রীকে, মোবাইল নম্বর ধরে তদন্তে পুলিশ

সিঁদুর অভিযান নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন লোকসভায়, সোমবার কারা বলবেন? কী কী প্রশ্ন তুলতে পারে বিরোধীরা

স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

পরস্পরের দেশে যেতে আর ভিসা লাগবে না বাংলাদেশ আর পাকিস্তানের কূটনীতিকদের, বন্ধুত্ব জোরদার হল দুই দেশের

হিমাচলের ধর্মশালায় হোটেলের ঘরে জোর করে ঢুকে দিল্লির পর্যটককে ধর্ষণ! কাংড়া থেকে ধৃত অভিযুক্ত

আবার ওড়িশা! বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ জগৎসিংহপুরে, অবস্থা আশঙ্কাজনক

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ফরিদাবাদ থেকে গ্রেফতার সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার

ওড়িশার পরে উত্তরপ্রদেশ! নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী, আঙুল দুই শিক্ষকের দিকে

আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে

১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে মিলবে বিহারে! ভোটের আগে নয়া ঘোষণা নীতীশ কুমারের, কবে থেকে মিলবে পরিষেবা?

Leave a Comment