F আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে



আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে

পটনার হাসপাতালের আইসিইউয়ে ঢুকে গুলি চালানোর ঘটনায় কলকাতা থেকে ধরা পড়লেন পাঁচ জন! কলকাতা সংলগ্ন নিউ টাউনে একটি আবাসন থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ধৃত পাঁচ জনের মধ্যে চার জনই খুনের সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ। মূল অভিযুক্ত তৌসিফ রাজা আগেই পটনা থেকে ধরা পড়েছেন। এ বার আরও পাঁচ জন ধরা পড়লেন। এই নিয়ে পটনা-কাণ্ডে মোট ছ’জনকে গ্রেফতার করা হল।

শনিবার ভোরে পটনা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ ভাবে নিউ টাউন হানা দেয়। ওই অভিযানেই ধরা পড়েন পাঁচ অভিযুক্ত। পিটিআইকে পুলিশের এক আধিকারিক বলেন, “পটনার ঘটনার পরে অভিযুক্তেরা সেখান থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলেন। তাঁরা প্রত্যেকেই নিউ টাউনের এক আবাসনে লুকিয়ে ছিলেন। ধৃতদের মধ্যে চার জন খুনের সঙ্গে সরাসরি যুক্ত। অপর জন অপরাধের সঙ্গে সরাসরি জড়িত, নাকি বাকিদের লুকোতে সাহায্য করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশের ওই আধিকারিক এ-ও জানিয়েছেন, অভিযুক্তদের মোবাইলের লোকেশন থেকেই তাঁদের সন্ধান মিলেছে। বিহার পুলিশ অভিযুক্তদের আদালতে পেশ করে ট্রানজ়িট রিমান্ডের জন্য আবেদন জানাবে। গত বৃহস্পতিবার পটনার হাসপাতালের ভিতরে প্রবেশ করে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীকে গুলি করে খুন করে এক দল দুষ্কৃতী। নিহত চন্দন মিশ্র নিজেও এক দুষ্কৃতী। খুনের মামলায় আসামি ছিলেন তিনি। সম্প্রতি প্যারোলে জেল থেকে ছাড়া পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন।

বিহারের বক্সারের বাসিন্দা চন্দনের বিরুদ্ধে ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ১২ খুনের মামলা। পুলিশের নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা চলছিল চন্দনের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এক দল দুষ্কৃতী হাসপাতালে প্রবেশ করে ঢোকে। তার পর চন্দনকে গুলি করে খুন করার পর হাসপাতাল ছাড়ে। দুষ্কৃতীরা সংখ্যায় ছ’জন ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পরে তদন্ত চলাকালীন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুষ্কৃতীদের মধ্যে পাঁচ জন হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিল, এক জন হাসপাতালের বাইরে অপেক্ষা করছিল।

হাসপাতালের আইসিইউতে গুলি চলার পরেই ওই আওয়াজে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সুযোগে ভিড়ে মিশে হাসপাতালের বাইরে বেরিয়ে এসেছিল পাঁচ দুষ্কৃতী। চন্দনকে খুনের পর হাসপাতালের বাইরে বন্দুক উঁচিয়ে উল্লাস করে তারা। তার পর দু’টি বাইকে ছ’জন মিলে চম্পট দিয়েছিল।

 


 

 

Related to this topic:

Comments

Leave a Comment