F চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল: আদালতে ইডি! ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল মন্ত্রীর বাড়িতে
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল: আদালতে ইডি! ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল মন্ত্রীর বাড়িতে



চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল: আদালতে ইডি! ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল মন্ত্রীর বাড়িতে

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার আদালতে এমনই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরেই আদালতে গৃহীত হয়েছে চার্জশিটে। তার পরেই রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে আদালতে তলব করে সমন পাঠান‌োর নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের স্যাংশন (অনুমোদন)-এর জন্য প্রয়োজনীয় নথি হাতে না-পাওয়ায় ধাক্কা খেয়েছিল বিচারপ্রক্রিয়ায়। আদালতে ইডি দাবি করেছিল, রাজ্যপালের অনুমোদন না মেলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হচ্ছে না। এ বার সেই জট কাটল। রাজভবনের অনুমোদন মেলায় বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় আর কোনও বাধা থাকল রইল না।

ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তার পর থেকে একাধিক বার চন্দ্রনাথকে তলব করে ইডি। বার দুয়েক তলব এড়িয়ে যাওয়ার পর দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন চন্দ্রনাথ।শুধু তা-ই নয়, ইডির চেয়ে পাঠানো সব নথিও জমা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি

তদন্তের স্বার্থে চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই ফোনটি খোলার জন্য সে বার চন্দ্রনাথকে তলব করা হয়েছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। চার্জশিটে এই বিষয়গুলির উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর। শুধু তা-ই নয়, তিনি যে ইডির তলব এড়িয়েছেন, তা-ও চার্জশিটে জানায় ইডি।

Related to this topic:

Comments

Leave a Comment