দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র
দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র
হপ্তা পেরোতেই সাফল্য। লক্ষ্য ছিল, ভারতের কৌশলগত সামরিক-বেসামরিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিকে আকাশপথে শত্রুর সম্ভাব্য হামলা থেকে রক্ষা করা। এই উদ্দেশ্যে গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ‘মিশন সুদর্শন চক্র’ কর্মসূচির। আর দেশীয় নকশা এবং প্রযুক্তিতে নির্মিত সেই ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম)-র প্রাথমিক সফল পরীক্ষা হল গত ২৩ অগস্ট। ওড়িশার চাঁদিপুর উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে।
‘ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’ (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন বা ডিআরডিও)-র বিজ্ঞানীদের তৈরি সেই সুসংহত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পোশাকি নাম ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম’ (আইএডিডব্লিইউএস)। ইজ়রায়েলের আয়রন ডোমের মতোই বহুস্তরীয় এই নিরাপত্তা বলয় শত্রুর ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোনের হামলা থেকে ভারতের আকাশকে নিরাপদ রাখবে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের। বহুস্তরীয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ (কিউআরএসএএম)। ‘অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম’ (ভিএসএইচওআরএডিএস) এবং ‘ডায়রেক্টে এনার্জি ওয়েপন’ (ডিইডব্লিউ)।
ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘কুইক রিঅ্যাকশন’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সংক্ষেপে কিউআরএসএএম বলা হয়। এটি দ্রুত রাডারের মাধ্যমে শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানকে চিহ্নিত করতে পারে। তার পর দূর থেকেই আকাশে সেটিকে ধ্বংস করে দিতে পারে। ভিএসএইচওআরএডিএস মূলত, নিচু দিয়ে ওড়া শত্রুসেনার ড্রোন কাছাকাছি এলে সক্রিয় হয়ে ওঠে। রাডার ফাঁকি দিয়ে হামলাকারী ঘাতক ড্রোন নিশানার কাছে চলে এলেও তাকে নিষ্ক্রিয় করতে পারে। অন্য দিকে, ডিইডব্লিউ হল একটি অ-প্রথাগত অস্ত্র। এর সাহায্যে লেজ়ার, মাইক্রোওয়েভ বা পার্টিকল বিমের (কণা রশ্মি) মতো কেন্দ্রীভূত শক্তিকে সরাসরি শত্রুর হামলা প্রতিরোধে কাজে লাগানো যায়। এক কণাও বিস্ফোরক ব্যবহার না করে আকাশেই ছাই করে দেওয়া যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট, যুদ্ধবিমান বা ড্রোন!
অপারেশন সিঁদুর-এর সময় পাক হামলাকে সফল ভাবে রুখে দিয়েছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই সময় থেকেই এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য খবরের শিরোনামে রয়েছে। আর সেই হাতিয়ারগুলির মধ্যে অবশ্যই শীর্ষস্থানে থাকবে রাশিয়ার দেওয়া ‘এস-৪০০ ট্রায়াম্ফ’-এর নাম। বর্তমানে ডিআরডিও ও ভারত ইলেকট্রনিক্স কাঁধে কাঁধ মিলিয়ে ‘প্রকল্প কুশ’-এ (পড়ুন প্রজেক্ট কুশ) কাজ করছে। এটি সফল হলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘এস-৪০০ ট্রায়াম্ফ’-এর সমতুল্য হাতিয়ার পাবে ভারতীয় সেনা। অন্য দিকে, লেজ়ার নির্ভর ডিইডব্লিউ-এর পোশাকি নাম ‘সূর্য’। ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই ‘পার্টিকল বিম’ প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত ভারতের আকাশকে সুরক্ষা দিতে পারবে। এটির গবেষণা এবং উন্নয়নের দায়িত্বে রয়েছে ডিআরডিও-র ‘লেজ়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজ়ি সেন্টার’। হামাস, হিজ়বুল্লা, হুথি এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ইজ়রায়েলি আয়রন ডোমের লেজ়ার-অস্ত্র ‘আয়রন বিম’-এর কার্যকারিতার প্রমাণ মিলেছিল। আগামী কয়েক বছরের মধ্যেই তেমন অস্ত্র চলে আসবে ভারতীয় সেনার হাতেও।
মারণ ক্ষমতা তুলনামূলক ভাবে কম হলেও কম উচ্চতায়, স্বল্প পরিসরে এবং সীমিত সময়ে আকাশ হামলা ঠেকাতে ‘অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম’ (ভিএসএইচওআরএডিএস)-এর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এগুলি ওজনে হালকা এবং দ্রুত বহনক্ষম। এমনকি, প্রয়োজনে সেনারা কাঁধে করে এটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে পারেন। ভিএসএইচওআরএডিএস-এর আসল বৈশিষ্ট্য সেকেন্ডের ব্যবধানে লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং নিশানা করায়। ত্রিস্তরীর ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম’-এ রয়েছে ‘অ্যাকটিভ এয়ারি ব্যাটরি সার্ভিল্যান্স রাডার’ এবং ‘অ্যাকটিভ এয়ারি ব্যাটরি মাল্টিফাংশনাল রাডার’। যা ৩৬০ ডিগ্রির মধ্যে থাকা নিচু দিয়ে ও়ড়া ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করতে এবং দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সে বিষয়ে সজাগ করতে পারে।
গত বছর ভারতীয় ফৌজের হাতে ‘আকাশতির’ এয়ার ডিফেন্স সিস্টেমটি তুলে দেয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। জনপ্রিয় ইজ়রায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলে এটি তৈরি করেছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষকেরা। মূলত স্বল্পপাল্লার ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে মাঝ-আকাশে ধ্বংস করতে এর নকশা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া শত্রুর যুদ্ধবিমানের রিয়্যাল-টাইম তথ্য দিতে পারে ‘আকাশতির’। বস্তুত, ভিএসএইচওআরএডিএস তারই উন্নততর সংস্করণ। ‘অপারেশন সিঁদুর’ পর্বে ডিআরডিও-র ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রও পাক আকাশ হামলার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০ কিলোমিটার। গতি, ২.৫ ম্যাক। অর্থাৎ শব্দের চেয়ে আড়াই গুণ বেশি! এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্মাণকারী সংস্থা ‘ভারত ডায়নামিক্স লিমিটেড’ (বিডিএল) ‘মিশন সুদর্শন চক্র’-তে শামিল রয়েছে।
- Tags:
- indias-own-irondome-to-get-some-indigenous-upgrade
Related to this topic:

বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলন উদ্বোধন মোদীর! বেলা দেড়টায় রওনা দিলেন বিহারের উদ্দেশে

মধ্যরাতে মিনি সচিবালয়ে নিজের কক্ষে মুখ্যমন্ত্রী, নেপাল পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক মমতার

নেপালের শাসনভার হাতে তুলে নিল সেনা, দেশ জুড়ে জারি কার্ফু! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, নিহত পাঁচ

দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল, ভারতের আকাশ নিশ্ছিদ্র করবে ‘মিশন সুদর্শন চক্র

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান! ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, কাদাস্রোতে ভেসে গেল বাড়ি, মহকুমাশাসকের বাসভবনও

আবার গুজরাত, ঝগড়ার মাঝেই ছুরি দিয়ে সহপাঠীকে কোপাল অষ্টম শ্রেণির পড়ুয়া!

ফটোথেরাপির বেড থেকে পড়ে মৃত্যু সদ্যোজাতের! শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য অসমের বৃহত্তম হাসপাতালে

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত, পুত্র হেমন্ত লিখলেন, ‘আমি শূন্য হয়ে গেলাম’

মোবাইলে আপত্তিকর ছবি-ভিডিয়ো! ভয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১৯ কোটি খোয়ালেন চিকিৎসক

‘লশকরের সমর্থন ছাড়া এই হামলা সম্ভব নয়’! পহেলগাঁও প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ টিআরএফ-এরও

গুজরাতে গ্রেফতার আল কায়দার মহিলা জঙ্গি! ৩০ বছরের যুবতী সামা পারভিনের বাড়ি বেঙ্গালুরুতে

২৪ ঘণ্টার মধ্যে গুলি করব! খুনের হুমকি বিহারের উপমুখ্যমন্ত্রীকে, মোবাইল নম্বর ধরে তদন্তে পুলিশ

সিঁদুর অভিযান নিয়ে ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশন লোকসভায়, সোমবার কারা বলবেন? কী কী প্রশ্ন তুলতে পারে বিরোধীরা

স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ল রাজস্থানে! বহু ছাত্রের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

পরস্পরের দেশে যেতে আর ভিসা লাগবে না বাংলাদেশ আর পাকিস্তানের কূটনীতিকদের, বন্ধুত্ব জোরদার হল দুই দেশের

হিমাচলের ধর্মশালায় হোটেলের ঘরে জোর করে ঢুকে দিল্লির পর্যটককে ধর্ষণ! কাংড়া থেকে ধৃত অভিযুক্ত

আবার ওড়িশা! বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তরুণীকে অপহরণ করে গণধর্ষণ জগৎসিংহপুরে, অবস্থা আশঙ্কাজনক

পঞ্জাবের স্বর্ণমন্দির বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ফরিদাবাদ থেকে গ্রেফতার সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার

ওড়িশার পরে উত্তরপ্রদেশ! নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি ছাত্রী, আঙুল দুই শিক্ষকের দিকে

আইসিইউয়ে ঢুকে গ্যাংস্টারকে খুন: পটনার ঘটনায় পাঁচ জন ধৃত কলকাতার নিউ টাউনে

১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে মিলবে বিহারে! ভোটের আগে নয়া ঘোষণা নীতীশ কুমারের, কবে থেকে মিলবে পরিষেবা?

Leave a Comment