F ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ৩৬ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু, ধস নামায় তিনটি জাতীয় সড়ক-সহ প্রায় ৪০০ রাস্তা বন্ধ
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ৩৬ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু, ধস নামায় তিনটি জাতীয় সড়ক-সহ প্রায় ৪০০ রাস্তা বন্ধ



ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ৩৬ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু, ধস নামায় তিনটি জাতীয় সড়ক-সহ প্রায় ৪০০ রাস্তা বন্ধ

ধসের জেরে এনএইচ ০২, এনএইচ ২১ এবং এনএইচ ১৫৪ বন্ধ হয়ে গিয়েছে। ফলে পথেই অনেক গাড়ি এবং যাত্রী আটকে পড়েছেন।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলের বেশ কয়েকটি জেলা। গত ৩৬ ঘণ্টায় বৃষ্টি এবং ধসের কারণে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তিনটি জাতীয় সড়ক-সহ ৩৯৮টি রাস্তা বন্ধ রাজ্য জুড়ে। সোমবার ভারী বৃষ্টির জেরে শিলাই, কোটখাই এবং থুনাগে স্কুলগুলি বন্ধ রাখতে হয়েছে। মঙ্গলবার চার জেলায় কমলা এবং আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিমলার আবহাওয়া দফতর জানিয়েছে, উনা, হামিরপুর, সোলান এবং বিলাসপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির জেরে রাজ্যোর কোথাও কোথাও ধস নেমেছে। কোথাও আবার হড়পা বানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধসের জেরে এনএইচ ০২, এনএইচ ২১ এবং এনএইচ ১৫৪ বন্ধ হয়ে গিয়েছে। ফলে পথেই অনেক গাড়ি এবং যাত্রী আটকে পড়েছেন। আটকে পড়া লোকজনদের উদ্ধারের কাজ চলছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজ্যে ধস এবং বৃষ্টির জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্য দুই শিশু রয়েছে।

আবাহওয়া দফতর জানিয়েছে, চম্বা, কাংড়া, কুলু এবং মন্ডীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মন্ডীতে ১৭০টি রাস্তা বন্ধ। চম্বাতেও পরিস্থিতি বেশ খারাপ। সেখানে ধসে এক মহিলা এবং পুরুষের মৃত্যু হয়েছে। জেলারই চুড়হা অঞ্চলে পঙ্গোলার কাছে জলের স্রোতে একটি সেতু ভেসে গিয়েছে। জেলার বেশ কয়েকটি এলাকায় হড়পা বানের সৃষ্টি হয়েছে। যার জেরে বেশ কয়েকটি রাস্তা ভেসে গিয়েছে। খুব প্রয়োজন ছাড়া এই দুর্যোগে বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষার মরসুমে এখনও পর্যন্ত হিমাচলে ১৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

Related to this topic:

Comments

Leave a Comment