F আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা



আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। 

জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই নেহরু স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে গোটা সভাস্থল।

দুর্গাপুর সফরে প্রধানমন্ত্রী অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। মূল আকর্ষণ অবশ্যই আজকের এই জনসভা, যা হতে চলেছে নেহরু স্টেডিয়ামে। এই সভা থেকে রাজ্যের উদ্দেশে বড় বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। হতে পারে নতুন শিল্প প্রকল্পের ঘোষণাও।

পুলিশ সূত্রে খবর, সভাকে ঘিরে জেলাজুড়ে জারি রয়েছে চূড়ান্ত সতর্কতা। শুধু সভাস্থলেই নয়, স্টেডিয়াম সংলগ্ন রাস্তাগুলিতেও রয়েছে নজিরবিহীন নজরদারি। বসানো হয়েছে ড্রোন ক্যামেরা, তল্লাশি চলছে প্রতিটি গাড়িতে। ভিআইপি মুভমেন্ট ঘিরে চালু হয়েছে বিশেষ ট্র্যাফিক নিয়ম। সাধারণ মানুষের চলাচলেও আনা হয়েছে কিছুটা বিধিনিষেধ।

এদিকে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই জনসভা থেকেই রাজ্যে নতুন রাজনৈতিক বার্তা দেবেন মোদী। লোকসভা ভোটের আগে এই সভা যে অনেক তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

মোদীর সফর ঘিরে ইতিমধ্যেই দুর্গাপুর জুড়ে পোস্টার, ব্যানার ও ফ্লেক্সে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট। শহরবাসীর উৎসাহও চোখে পড়ার মতো।

Related to this topic:

Comments

Leave a Comment