জয় শ্রীরাম’ ছেড়ে দুর্গা-কালীর নামে জয়ধ্বনিতে বঙ্গের বিজেপি অভ্যস্ত হতে পারবে? জবাবে ‘তেজ’ দেখাচ্ছেন সভাপতি
জয় শ্রীরাম’ ছেড়ে দুর্গা-কালীর নামে জয়ধ্বনিতে বঙ্গের বিজেপি অভ্যস্ত হতে পারবে? জবাবে ‘তেজ’ দেখাচ্ছেন সভাপতি
দিলীপ ঘোষ বলেছেন, ‘‘সব বলব। কিন্তু জয় বাংলা বলব না।’’ সুকান্ত মজুমদার তৃণমূলকে ‘বাংলাদেশের স্লোগান আমদানি’ করার অভিযোগ তুলে কটাক্ষ করেছেন। শমীক ভট্টাচার্য বলছেন, ‘‘মা দুর্গার তেজ চাই।’’
সর্বোচ্চ নেতা মঞ্চ থেকে বলেছিলেন ‘জয় মা কালী, জয় মা দুর্গা’। জমায়েত করতালিতে স্বাগত জানিয়েছিল। পাশাপাশিই আলোচনা শুরু হয়ে গিয়েছিল বঙ্গ বিজেপির ‘বাঙালিয়ানা’ অনুশীলন নিয়ে। কিন্তু সে সব ছাপিয়ে এ বার শুরু হয়েছে পশ্চিবঙ্গে ‘জয় শ্রীরাম’ ধ্বনির ভবিষ্যৎ আলোচনা। মঞ্চায়ন পটু নরেন্দ্র মোদী সাবলীল ভাবেই উচ্চারণ করে গিয়েছেন নতুন স্লোগান। বিজেপির সাধারণ কর্মী-সমর্থকেরা কি অত সহজে ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ উচ্চারণ করতে পারবেন? স্বতঃস্ফূর্ত ভাবে সেই পরিবর্তন আসবে?
এই প্রশ্নকে বিজেপির জন্য আরও ‘অস্বস্তিকর’ করে তুলছে তৃণমূলের লাগাতার কটাক্ষ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘২০২৬ সালের নির্বাচনের পরে ওদের দিয়ে ‘জয় বাংলা’ও বলাব!’’
অভিষেকের মন্তব্যের জবাবে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘সব বলব। কিন্তু জয় বাংলা বলব না।’’ কেন্দ্রীয় মন্ত্রী তথা আরও এক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে ‘বাংলাদেশের স্লোগান আমদানি’ করার অভিযোগ তুলে কটাক্ষ করে বলেছেন, ‘‘জয় মা কালী বা জয় মা দুর্গা পশ্চিমবঙ্গের মানুষের নিজস্ব স্লোগান। তৃণমূলের তাতে অসুবিধা হতে পারে। কারণ, ওরা ‘জয় বাংলা’ স্লোগানকে আপন করে বুঝিয়ে দিয়েছে যে, ওরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশের হয়ে গিয়েছে।’’
দুর্গাপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী পৌঁছোনোর আগে পর্যন্ত বিজেপির জমায়েত মুহুর্মুহু ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলছিল। কিন্তু ভাষণের শুরুতেই মোদী রামের পরিবর্তে ‘মা কালী’ এবং ‘মা দুর্গার’ নামে জয়ধ্বনি দেন। বস্তুত, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এলাকায় এর পটভূমি কয়েক দিন আগে থেকেই তৈরি করা হচ্ছিল। বাড়ি বাড়ি যে ‘পত্রক’ বিলি করে সাধারণ জনতাকে মোদীর সভায় যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছিল, তাতেও ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ই লেখা ছিল। অর্থাৎ, মোদী যে দুর্গাপুরের ভাষণে কালীনাম-দুর্গানাম জপবেন, তা আগে থেকেই স্থির হয়ে গিয়েছিল।
মোদীর সভার অব্যবহিত পরে ‘রাম’ প্রসঙ্গে অন্য এক বিতর্ক বিজেপির অস্বস্তি বাড়িয়েছিল। বিধায়ক অগ্নিমিত্রা পাল রামের উল্টো ছবি দেওয়া শাড়ি পরে মোদীর সভায় গিয়েছিলেন। তৃণমূল তা নিয়ে তোপ দাগে। রামের প্রতি সামগ্রিক ভাবে বিজেপির ‘শ্রদ্ধা’ নিয়ে প্রশ্ন তোলে। শেষে অগ্নিমিত্রাকে সমাজমাধ্যমে লিখিত দুঃখপ্রকাশ করতে হয়। তিনি লেখেন, ‘আমি কখনওই কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি। এই শাড়িটি আমার ভক্তির প্রকাশ, আমার আত্মার আরাধনা। রামের নাম, রামের চরণ, আমার জীবনের পথপ্রদর্শক— এই পোশাকে আমি তাঁকে বহন করি হৃদয়ে, শ্রদ্ধায়, প্রেমে। যদি কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লেগে থাকে, আমি দুঃখিত।’
কিন্তু সে বিতর্ক মিটতে না মিটতেই ‘রামনাম’ জপ দূরে ঠেলা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। ফলে বিজেপির অস্বস্তি কাটছে না। প্রশ্ন নানাবিধ। এত দিন ‘জয় শ্রীরামে’ অভ্যস্ত বিজেপি কর্মীরা কি সহজে অন্য স্লোগানে অভ্যস্ত হতে পারবেন? যদি বাংলার বিজেপি কর্মীরা ‘রামনাম’ ছেড়ে ‘কালীনাম-দুর্গানামে’ সরে যান, তা হলেও প্রশ্ন উঠবে, ‘রামভক্তি’ কি স্রেফ ভোট পাওয়ার কৌশল? রামনামের সঙ্গে আবেগ জড়িয়ে নেই?
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রশ্নের ‘বিশ্বাসযোগ্য’ উত্তর দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাঁর কথায়, ‘‘মা কালী আর কলকাতা সমার্থক। কারণ, এটা মা কালীর পীঠ (কালীঘাট)। আর মা দুর্গার আরাধনা আমাদের সবচেয়ে বড় উৎসব। আমরা মায়ের নাম নেব, এটাই তো স্বাভাবিক’!’’ তা হলে এত দিন ‘জয় শ্রীরাম’ বলতেন কেন? শমীকের জবাব, ‘‘এত দিন বলতাম মানে আবার কী? এখনও তো বলছি! রাম মানে ভারত, ভারত মানে রাম। মা কালী আর মা দুর্গার নাম নিলে রামের নাম ছাড়তে হবে কে বলল? বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব পেয়েছে রামচন্দ্রের করা অকালবোধনেই।’’
বস্তুত, রাজ্য বিজেপির নতুন সভাপতি তৃণমূলকে পাল্টা আক্রমণের চেষ্টাও করছেন। বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়ছে। বলছেন, বঙ্কিমের বাংলা। সেই বঙ্কিম-রচিত ‘বন্দেমাতরম’ যখন দিল্লির সব স্কুলে গাওয়ানো হবে বলে বিজেপির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কংগ্রেস তার বিরোধিতা করেছিল। মমতা তখন কংগ্রেসে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। একবারও বঙ্কিম-বিরোধিতার প্রতিবাদ করেছিলেন?’’ শমীকের কথায়, ‘‘বঙ্কিম লিখেছিলেন, ‘ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী’। কারণ, তখনকার পরিস্থিতিতে মা দুর্গার তেজের প্রয়োজন ছিল। এখন আবার সেই তেজ জরুরি হয়ে পড়েছে। তাই দুর্গানাম নিচ্ছি।’’
তা এই তেজের প্রয়োজন কি ২০১৯, ২০২১ বা ২০২৪ সালে ছিল না? রাজ্য বিজেপি সভাপতির এক লাইনের জবাব, ‘‘তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি অনেক বেশি খারাপ।’’
- Tags:
- jai-shree-ram-closed-chapter-for-bengal-bjp-is-it-shifting-to-durga-kalis
Related to this topic:

দেবী চৌধুরাণী মন্দিরকে সাজালেন মুখ্যমন্ত্রী, আবেগতাড়িত প্রসেনজিৎ! পুজো দেবেন শ্রাবন্তী

নওশাদদের জামিন ব্যাঙ্কশাল আদালতে, বেরিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক

‘বিস্ফোরণে উড়ে যাবে স্টেশন’! পায়ে চিরকুট বাঁধা পায়রাকে ধরল বিএসএফ, কড়া নিরাপত্তা জম্মুতে

সিবিআই তদন্তের বিরুদ্ধে শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই! মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট

কলকাতার শতর্বষের পুজোর থিমের নামকরণ করলেন মমতা, কোন পুজোর থিমের কী নাম দিলেন মুখ্যমন্ত্রী?

অনুপস্থিত সরকারি আইনজীবী কল্যাণ, ছাত্রভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে

৩১ জুলাই কলকাতার সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে মমতা, বাড়বে কি অনুদানের পরিমাণ? আশায় কর্মকর্তারা

গাছ কাটা নিয়ে বিবাদ! এ বার পরেশদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার

মুর্শিদাবাদে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন! ‘গোষ্ঠীদ্বন্দ্বের বলি’, দাবি পরিবারের, তদন্ত শুরু পুলিশের

১৯ বছরের ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে NSUI-সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে

‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে সোজা মমতার পাশে নচিকেতা

সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা? এসএসসির নিয়োগবিধি নিয়ে মামলা খারিজ, ‘বঞ্চিত’দের ভর্ৎসনা বিচারপতির

রংবেরঙের পোশাকে অগণিত মানুষ, একাধিক জায়ান্ট স্ক্রিন, তারকাদের মেলা

যানজট নিয়ে মামলাকারী সেই আইনজীবীদের ২১ জুলাইয়ের পথের অভিজ্ঞতা কেমন হল?

আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা

প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না, সকালেই ‘বিশেষ কাজে’ দিল্লি গেলেন দিলীপ, জানালেন দিলীপই!

চার্জশিটে নাম, সিবিআই তলব! বিজেপি কর্মী হত্যা মামলায় আগাম জামিনের আর্জি বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের

কিডনি কাজ করছে না, ওড়িশার কলেজে গায়ে আগুন দেওয়া নির্যাতিতার ডায়লিসিস চলছে

খেজুরিতে জোড়া মৃত্যু! শুভেন্দুর দাবি, খুন, তৃণমূল বলল দুর্ঘটনা, সোমবার বন্ধের ডাক বিজেপির

এ বার আইআইএম জোকা! ছাত্রীকে বেহুঁশ করে ‘ধর্ষণ’ বয়েজ় হস্টেলে, দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ

স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ

২২ সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়া দু’হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর নথি যাচাই করবে পর্ষদ

ভাঙড়ে

আবারও চর্চায় দিলীপ

কেরালায় AIYF-এর বিক্ষোভে উত্তাল রাজপথ

আরজি করে কোথায় ধর্ষণ-খুন? ঘুরে দেখতে চান নির্যাতিতার মা-বাবা

যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল

Leave a Comment