F স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ



স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ!

ভগবানপুর:  স্কুল শিক্ষকের স্ত্রী, মা, নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও প্রাণনাশের  করার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিও রেকর্ডিং। একেবারেই বীরভূমের অনুব্রত মন্ডলের ছায়া এবার পূর্ব মেদিনীপুরে। ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়ার বাসিন্দা তথা প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম জানাকে ফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, তাঁর স্ত্রী, মা এবং কন্যাকে ধর্ষণের হুমকি-সহ জাত পাত তুলে আশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বসুদাম সামন্ত ও তাঁর সাগরেদরা। সূত্রের খবর, কয়েকদিন আগে শিক্ষক অনুপম জানার এক প্রতিবেশী পারিবারিক অশান্তির কারণে অসুস্থ হয়ে পড়লে অনুপমবাবু মানবিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে অনুপমবাবুকে বার বার ফোনে হুমকি দিতে থাকে বসুদাম সামন্ত। সেই রেকর্ডিং সমাজ মাধ্যমে ভাইরালও হয়। পরে অনুপমবাবু ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আরও অভিযোগ, এই বসুদাম সামন্ত  কিছুদিন আগে সমাজ মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি কু মন্তব্য করায় এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট  হচ্ছিলো। পাশাপাশি, ইটাবেড়িয়া-সহ ভগবানপুর বিধানসভা এলাকায় সমাজবিরোধী কার্যকলাপকে রুখতে ও দুষ্কৃতীমুক্ত সমাজ গড়তে লাগাতার বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্বরা। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনুপমবাবু গেরুয়া শিবিরের সমর্থক বলেই কি বারংবার  শাসকদলের রক্তচক্ষুর শিকার হচ্ছেন! প্রশ্ন বুদ্ধিজীবিমহলের একাংশের।।

Related to this topic:

Comments

Leave a Comment