F ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে সোজা মমতার পাশে নচিকেতা
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে সোজা মমতার পাশে নচিকেতা



‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে সোজা মমতার পাশে নচিকেতা

পরনে কালো পাঞ্জাবি, গলায় সাদা-কালো উত্তরীয়। এই বেশেই সভামঞ্চে উপস্থিত হন নচিকেতা। এসেই তাঁর নিজের গান ধরেন, “যখন সময় থমকে দাঁড়ায়...”

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই। তাই এই বারের ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বিশেষ নজর রাজ্যের মানুষের। ফিরহাদ হাকিমের বক্তব্যের পরেই গান গাওয়ার জন্য ডাকা হয় নচিকেতা চক্রবর্তীকে।

ইন্দ্রনীল সেন এ দিন সভামঞ্চে দাঁড়িয়ে বলেন, “প্রতিবাদের গান গাওয়ার জন্য নচিকেতাকে ডাক দিচ্ছি।” পরনে কালো পাঞ্জাবি, গলায় সাদা-কালো উত্তরীয়। এই বেশেই সভামঞ্চে উপস্থিত হন নচিকেতা। এসেই তাঁর নিজের গান ধরেন, “যখন সময় থমকে দাঁড়ায়...” সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “সকলে গান আমার সঙ্গে, স্বপ্ন দেখে মন...”

গান গাওয়ার পরে সোজা চলে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তাঁর হাত ধরে অভিবাদন জানান। তার পরেই ফিরহাদ হাকিমের পাশে গিয়ে বসেন তিনি।

গান গাওয়ার আগে নচিকেতার একটি ফোন আসে। যার ফলে সমাবেশ মঞ্চে আসতে তাঁর কিছুটা সময় লাগে। সেই ফাঁকে মঞ্চে ধরা পড়ে এক অন্য চিত্র। পহেলগাঁওয়ে নিহত বাঙালিদের পরিবারগুলি উপস্থিত ছিল ধর্মতলার মঞ্চে। নদিয়ার তেহট্টের নিহত সেনা ঝন্টু শেখের বাবা, পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইয়ে শহিদ হন ঝন্টু আলি শেখ। তাঁর বাবাকে ধর্মতলার মঞ্চে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

এ বারের ২১ জুলাইয়ের মঞ্চেও আলো করে রয়েছেন টলিপাড়ার তারকারা। এক সময়ে বিজেপিকে সমর্থন করা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এ দিন মঞ্চে তৃণমূলে যোগ দিলেন। এক সময়ের বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও এসেছেন। এ ছাড়াও রয়েছেন তৃণা সাহা, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুন্ডু প্রমুখ।

Related to this topic:

Comments

Leave a Comment