F আবারও চর্চায় দিলীপ
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

আবারও চর্চায় দিলীপ



আবারও চর্চায় দিলীপ

ফের মমতাকে নিয়ে ‘ভাল-ভাল’ কথা দিলীপের! দিল্লিতে দাঁড়িয়েই স্পষ্ট কথা...মুখ ‘বন্ধ’ বঙ্গ বিজেপির

শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে বহু বছর পরে বিজেপির সল্টলেকের অফিসে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে৷ অবশেষে দেখা গিয়েছিল ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি৷ এর মাঝেই ফের চর্চায় দিলীপ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আবারও সর্বসমক্ষে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷ নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বললেন, ‘‘সমস্যাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন৷’’
একুশের মঞ্চে তৃণমূলে যোগদানের জল্পনায় জল ঢেলে গত মঙ্গলবার সল্টলেকের বিজেপির সল্টলেকের অফিসে গিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছিলেন দিলীপ৷ জানিয়েছিলেন, যাঁরা গল্প বানানোর তাঁরা বানাবেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন৷ এরপরেই উল্লেখযোগ্য ভাবে সস্ত্রীক দিল্লি রওনা দেন তিনি৷ উদ্দেশ্য বিজেপির ‘বড় নেতার’ সঙ্গে সাক্ষাৎ৷ তা নিয়েও শুরু হয় জল্পনা৷ অনেকেই মনে করেন বাংলার বাইরে হয়ত বড় কোনও দায়িত্বে দেখা যাবে দিলীপকে৷ সেই জন্যেই ‘ডাক’৷

Related to this topic:

Comments

Leave a Comment