মমতার ভবানীপুরে সমীক্ষা শুরু করালেন শুভেন্দু, বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কঠিন লড়াই দেওয়াই লক্ষ্য বিরোধী নেতার
মমতার ভবানীপুরে সমীক্ষা শুরু করালেন শুভেন্দু, বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কঠিন লড়াই দেওয়াই লক্ষ্য বিরোধী নেতার
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড এবং বুথের পরিস্থিতি প্রসঙ্গে স্পষ্ট ধারনা পেতে সমীক্ষা শুরু করিয়েছেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতা বিজেপি সূত্রে খবর, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট হাতেও পেয়ে গিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কঠিন’ লড়াইয়ের মুখে ফেলতে চান বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে ‘পরীক্ষিত নেতা’ হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে পদ্মশিবির। সেই দায়িত্ব পাওয়ার পর বছরের গোড়া থেকেই কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই এ বার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড এবং বুথের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে সমীক্ষা শুরু করিয়েছেন শুভেন্দু। দক্ষিণ কলকাতা বিজেপি সূত্রের খবর, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্টও হাতে পেয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
ভবানীপুর বিধানসভাকে অনেকে ‘মিনি ভারতবর্ষ’ বলে অভিহিত করেন। কারণ, ভবানীপুর বিধানসভা এলাকায় বাস করেন বাঙালি, পঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মরাঠি, ওড়িয়া এবং মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। শুভেন্দুর সমীক্ষায় ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভাষা এবং জাতিভিত্তিক বিষয়গুলিও রাখা হয়েছে। ভবানীপুরে কত শতাংশ ব্রাহ্মণ, কত শতাংশ কায়স্থ, কত শতাংশ চামার বা মুচি সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তা-ও সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি সূত্রের খবর, সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভবানীপুরে সবচেয়ে বেশি সংখ্যায় ভোট রয়েছে কায়স্থ সমাজের। ২৬.২ শতাংশ প্রতিনিধিত্ব রয়েছে তাদের। মুসলিম সমাজের প্রতিনিধিত্ব ২৪.৫ শতাংশ। পূর্বাঞ্চলীয় ভোটার ১৪.৯ শতাংশ, মারোয়াড়ি ১০.৪ শতাংশ এবং ব্রাহ্মণ ৭.৬ শতাংশ।
ভবানীপুরের এক বিজেপি নেতার কথায়, ‘‘বিরোধী দলনেতা ভবানীপুর বিধানসভা এলাকার পুঙ্খানুপুঙ্খ হিসাবটা জানতে চাইছেন। কোন বুথে কোন সম্প্রদায় বা ভাষাভাষীর ভোটার রয়েছে, তা জেনেই তিনি রণনীতি সাজাতে চান। তাই সমীক্ষা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আপাতত গোপনই রাখা হয়েছে।’’ ভবানীপুর বিজেপির একটি সূত্র জানাচ্ছে, শুভেন্দুর কথামতোই ভবানীপুরে দলের শীর্ষ নেতাদের ব্যবহার করবেন জেপি নড্ডা এবং অমিত শাহেরা। গত এপ্রিল মাসে ভবানীপুরের ওড়িয়াপাড়া দইপট্টিতে ওড়িয়াভাষী ভোটারদের সঙ্গে ‘উৎকল দিবস’ পালন করতে ওড়িশার যুব মোর্চার সভাপতি অভিলাষ পন্ডাকে আনা হয়েছিল। শুভেন্দুর পরামর্শেই তাঁকে ভবানীপুরের ওড়িয়া ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে ভুবনেশ্বর থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। আবার অহমদাবাদে বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর মৃত্যু হলে ভবানীপুরে বিজেপি-র আয়োজিত স্মরণসভায় হাজির হয়ে গুজরাটি সমাজের সঙ্গে সমন্বয় করেছিলেন শুভেন্দু নিজে। আগামী দিনে প্রয়োজনে বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভবানীপুরে এসে জনসংযোগ করতে পারেন পদ্মশিবিরের সব সম্প্রদায়ের নেতারা। সেই কাজে কার্যকরী হতে পারে বিরোধী দলনেতার করানো সমীক্ষা। কখন, কাকে, কোথায় ব্যবহার করা হবে, সেই পথও দেখাতে ওই সমীক্ষা।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। সেগুলি ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড। সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ড বাদ দিলে সব ওয়ার্ডেই ভোট রয়েছে বিজেপি-র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মালা রায় ৬,৩৩৪ ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর থেকে এগিয়ে থাকলেও পাঁচটি ওয়ার্ডে এগিয়েছিল পদ্মশিবির। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় আবার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন। তারই পাশাপাশি ছ’টি ওয়ার্ড থেকে জোড়াফুলকে এগিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন রুদ্রনীল। আর ২০২১ সালে মমতার উপনির্বাচনে আটটি ওয়ার্ডেই জোড়াফুল ফুটেছিল। যদিও বিজেপির অভিযোগ ছিল, সব ওয়ার্ডে ‘ব্যাপক রিগিং এবং সন্ত্রাস’ করে মুখ্যমন্ত্রী ওই ভোটে জয়ী হয়েছেন। তবে তাতে বিশেষ কেউ কর্ণপাত করেননি।
বিজেপি-কে খানিকটা ভরসা যোগাচ্ছে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরের ফলাফল। ২০১৪ সালে সকলকে চমকে দিয়ে দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ সুব্রত বক্সীকে ১৭৬ ভোটে পিছনে ফেলে দিয়েছিলেন বিজেপি প্রার্থী তথাগত রায়। এমনকি, মুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডেও জয় পেয়েছিল বিজেপি। ২০১৯ সালে সাড়ে তিন হাজার ভোটে তৃণমূল প্রার্থী মালা এগিয়ে গেলেও সেবার মুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ড-সহ ছ’টি ওয়ার্ডে এগিয়েছিল পদ্ম প্রতীকের প্রার্থী চন্দ্রকুমার বসু। এমনই সব ভোটের পরিসংখ্যানে ভরসা করে শুভেন্দুকে ভবানীপুরের ময়দানে নামিয়েছে বিজেপি। দলের তরফে দায়িত্ব পাওয়ার পরেই চুপিসারে ওই সমীক্ষা করিয়েছেন তিনি।
সম্প্রতি বিজেপি নেতৃত্ব নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছেন। সেই পর্যায়ে ভবানীপুর বিধানসভার অন্তর্গত তিনটি মণ্ডলেই নতুন সভাপতিদের দায়িত্বে আনা হয়েছে। কিন্তু নতুন সভাপতিদের নাম ঘোষণা হওয়ার পর ভবানীপুর বিধানসভার কর্মীদের একাংশের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। অভিযোগ, তিনটি ক্ষেত্রেই বিহারী নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবানীপুর বিজেপি-র এক বাঙালি নেতার কথায়, ‘‘শুভেন্দুদা বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার পর যে বার প্রথম ভবানীপুরে এসেছিলেন, তখনও তিন মণ্ডলেই অবাঙালি সভাপতিদের দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। তাই শুভেন্দু’দা যখন ভবানীপুরে ভোটের দায়িত্ব নিয়েছেন, আশা করব তিনি সামাজিক সমীকরণের বিষয়ের ভারসাম্য সঠিক ভাবেই পরিচালনা করবেন।’’ ওই নেতার আরও বক্তব্য, ‘‘যে সমীক্ষার কথা বলা হচ্ছে, সেই সমীক্ষাই শুভেন্দুদাকে ভবানীপুর বিজেপি-র অন্দরের সামাজিক সমীকরণ ঠিক করতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।’’ শুভেন্দুর সমীক্ষা শেষ হলে ভবানীপুরের ভোট পরিচালনার পদ্ধতিতেও ‘সামাজিক সমীকরণ’-এর প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছেন ভবানীপুর বিজেপি-র নীচুতলার কর্মীরা।
- Tags:
- bjps-suvendu-adhikari-has-started-a-survey-to-determine-the-vote-share-in-cm-mamata-banerjees-
Related to this topic:

দেবী চৌধুরাণী মন্দিরকে সাজালেন মুখ্যমন্ত্রী, আবেগতাড়িত প্রসেনজিৎ! পুজো দেবেন শ্রাবন্তী

নওশাদদের জামিন ব্যাঙ্কশাল আদালতে, বেরিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক

‘বিস্ফোরণে উড়ে যাবে স্টেশন’! পায়ে চিরকুট বাঁধা পায়রাকে ধরল বিএসএফ, কড়া নিরাপত্তা জম্মুতে

সিবিআই তদন্তের বিরুদ্ধে শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই! মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট

কলকাতার শতর্বষের পুজোর থিমের নামকরণ করলেন মমতা, কোন পুজোর থিমের কী নাম দিলেন মুখ্যমন্ত্রী?

অনুপস্থিত সরকারি আইনজীবী কল্যাণ, ছাত্রভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে

৩১ জুলাই কলকাতার সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে মমতা, বাড়বে কি অনুদানের পরিমাণ? আশায় কর্মকর্তারা

গাছ কাটা নিয়ে বিবাদ! এ বার পরেশদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার

মুর্শিদাবাদে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন! ‘গোষ্ঠীদ্বন্দ্বের বলি’, দাবি পরিবারের, তদন্ত শুরু পুলিশের

১৯ বছরের ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে NSUI-সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে

‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে সোজা মমতার পাশে নচিকেতা

সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা? এসএসসির নিয়োগবিধি নিয়ে মামলা খারিজ, ‘বঞ্চিত’দের ভর্ৎসনা বিচারপতির

রংবেরঙের পোশাকে অগণিত মানুষ, একাধিক জায়ান্ট স্ক্রিন, তারকাদের মেলা

যানজট নিয়ে মামলাকারী সেই আইনজীবীদের ২১ জুলাইয়ের পথের অভিজ্ঞতা কেমন হল?

আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা

প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না, সকালেই ‘বিশেষ কাজে’ দিল্লি গেলেন দিলীপ, জানালেন দিলীপই!

চার্জশিটে নাম, সিবিআই তলব! বিজেপি কর্মী হত্যা মামলায় আগাম জামিনের আর্জি বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের

কিডনি কাজ করছে না, ওড়িশার কলেজে গায়ে আগুন দেওয়া নির্যাতিতার ডায়লিসিস চলছে

খেজুরিতে জোড়া মৃত্যু! শুভেন্দুর দাবি, খুন, তৃণমূল বলল দুর্ঘটনা, সোমবার বন্ধের ডাক বিজেপির

এ বার আইআইএম জোকা! ছাত্রীকে বেহুঁশ করে ‘ধর্ষণ’ বয়েজ় হস্টেলে, দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ

স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, পরিবারের বিরুদ্ধে ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ

২২ সালের প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়া দু’হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর নথি যাচাই করবে পর্ষদ

ভাঙড়ে

আবারও চর্চায় দিলীপ

কেরালায় AIYF-এর বিক্ষোভে উত্তাল রাজপথ

আরজি করে কোথায় ধর্ষণ-খুন? ঘুরে দেখতে চান নির্যাতিতার মা-বাবা

যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল

Leave a Comment