F অগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন, বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় তৃণমূল
Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

অগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন, বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় তৃণমূল



অগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন, বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! আলোচনা চায় তৃণমূল

বাংলা ভাষার উপর ‘আক্রমণ’ নিয়ে অগস্ট মাসে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। পরিষদীয় দফতর সূত্রে এমনই জানা যাচ্ছে। ওই সূত্র আরও জানিয়েছে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার আক্রমণ তথা নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করার বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা করা হবে। এই বিষয়ে বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে পরিষদীয় দফতরের একপ্রস্ত আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই দাবি তৃণমূল পরিষদীয় দলের এক সদস্যের।

পরিষদীয় দলের একটি সূত্রের বক্তব্য, কেন্দ্রীয় স্তরের পাশাপাশি যাতেও রাজ্যের ‘প্রতি আক্রমণাত্মক’ ভূমিকা নেওযা যায়, তা নিশ্চিত করতেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবা হচ্ছে। তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর, ৮ থেকে ২১ অগস্টের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে পারে। সেই অধিবেশনে যেমন বাংলাভাষা এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আলোচনা হবে, তেমনই পেশ করা হবে চারটি বিলও। বিলগুলির বিষয়ে পরিষদীয় দফতর আপাতত আলোচনা করছে আইন দফতরের সঙ্গে। বিল সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে আনুষ্ঠানিক ভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অধিবেশন বসানোর আবেদন করা হবে।

প্রসঙ্গত, এর আগেও নানা বিষয়ে বিশেষ অধিবেশন বসিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। গত বছর আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসকককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে ‘অপরাজিতা বিল’ পাস করাতে বিশেষ অধিবেশন বসেছিল অগস্ট মাসেই। এ বার বিশেষ অধিবেশনের কথা ভাবা হচ্ছে বাংলাভাষা ও বাঙালির ওপর বিজেপির ‘আক্রমণের’ প্রেক্ষিতে।

সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ওই অধিবেশনেও এই একই বিষয়ে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেবেন তৃণমূল সাংসদেরা। পাশাপাশি, লোকসভা এবং রাজ্যসভায় বাংলায় বক্তৃতা করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব হবেন তাঁরা। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা এবং অভিষেক ওই রণনীতির কথা জানিয়েও দিয়েছেন। তবে বিধানসভায় কোন কৌশলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

Related to this topic:

Comments

Leave a Comment